নিউইয়র্ক ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাংবাদিক ফওজুল করীম ও পিউয়ের ইন্তেকালে শোক প্রকাশ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৩৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০১৪
  • / ৯৯০ বার পঠিত

ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য,  দেশের বরেণ্য সাংবাদিক ফওজুল করীম ও বিশিষ্ট ফটো সাংবাদিক আজিজুর রহীম পিউয়ের ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহ উদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাদের বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।
এক শোক বার্তায় প্রেসক্লাব নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সাংবাদিকতা জগতে সাংবাদিক ফওজুল করীম ও ফটো সাংবাদিক আজিজুর রহীম পিউয়ের নিষ্ঠা, সাধনা ও ত্যাগ তরুণ সাংবাদিকদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তাদের পেশাদারিত্বপূর্ণ কর্মের জন্যই তারা বেঁচে থাকবেন।
উল্লেখ্য, সাংবাদিক সমাজে ‘তারা ভাই’ হিসেবে সমধিক পরিচিত সাংবাদিক ফওজুল করীম (৮৪) বার্ধক্যজনিত কারণে গত ১৫ অক্টোবর বুধবার বেলা সোয়া ১২টায় রাজধানী ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন। তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবি গোরস্থানে দাফন করা হয়েছে। ১৯৫৫ সালে দৈনিক সংবাদ-এর মাধ্যমে তার সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ইংরেজী দৈনিক বাংলাদেশ অবজারভার-এর ফটো এডিটর আজিজুর রহীম পিউ (৫৪) গত ১৩ অক্টোবর সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে বেলা তিনটার দিকে ঢাকার ধানমন্ডিস্থ শংকরের নিজ বাসায় ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি ঢাকার একাধিক মিডিয়ায় কর্মরত ছিলেন। তার মরদেহ রংপুর শহরের গুপ্তপাড়ায় পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

সাংবাদিক ফওজুল করীম ও পিউয়ের ইন্তেকালে শোক প্রকাশ

প্রকাশের সময় : ১০:৩৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০১৪

ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য,  দেশের বরেণ্য সাংবাদিক ফওজুল করীম ও বিশিষ্ট ফটো সাংবাদিক আজিজুর রহীম পিউয়ের ইন্তেকালে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহ উদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তাদের বিদেহী আতœার শান্তি কামনা করেছেন।
এক শোক বার্তায় প্রেসক্লাব নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সাংবাদিকতা জগতে সাংবাদিক ফওজুল করীম ও ফটো সাংবাদিক আজিজুর রহীম পিউয়ের নিষ্ঠা, সাধনা ও ত্যাগ তরুণ সাংবাদিকদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তাদের পেশাদারিত্বপূর্ণ কর্মের জন্যই তারা বেঁচে থাকবেন।
উল্লেখ্য, সাংবাদিক সমাজে ‘তারা ভাই’ হিসেবে সমধিক পরিচিত সাংবাদিক ফওজুল করীম (৮৪) বার্ধক্যজনিত কারণে গত ১৫ অক্টোবর বুধবার বেলা সোয়া ১২টায় রাজধানী ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন। তার মরদেহ মিরপুর বুদ্ধিজীবি গোরস্থানে দাফন করা হয়েছে। ১৯৫৫ সালে দৈনিক সংবাদ-এর মাধ্যমে তার সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ইংরেজী দৈনিক বাংলাদেশ অবজারভার-এর ফটো এডিটর আজিজুর রহীম পিউ (৫৪) গত ১৩ অক্টোবর সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে বেলা তিনটার দিকে ঢাকার ধানমন্ডিস্থ শংকরের নিজ বাসায় ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি ঢাকার একাধিক মিডিয়ায় কর্মরত ছিলেন। তার মরদেহ রংপুর শহরের গুপ্তপাড়ায় পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে।