নিউইয়র্ক ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত আটক, মামলার প্রস্তুতি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • / ৫২ বার পঠিত

কনক সারোয়ার ও নুসরাত শাহরিন রাকা

হককথা রিপোর্ট: যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে আটক করা হয়েছে। রাজধানী ঢাকার উত্তরা এলাকা থেকে স্থানীয় সময় সোমবার (৪ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। নুসরাতের বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বিদেশে পলাতক অবস্থায় সাংবাদিক এবং টিভি উপস্থাপক ড. কনক সারোয়ার দীর্ঘদিন ধরে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছেন বলে অভিয়োগ উঠেছে। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। তিনি দেশে বেশ কয়েক বছর কারাবন্দিও ছিলেন। পরবর্তীতে জামিনে জেল মুক্ত থেকে হয়ে যুক্তরাষ্ট্রে চলে আসে। তার বর্তমান অবস্থান নিউইয়র্ক। তিনি নিউইয়র্ক থেকে তার ব্যক্তি ইউটিউট চ্যানেলে চাঞ্চল্যকর বিষয়ে ‘টক শো’ উপস্থাপনা করছেন। তার বিরুদ্ধে অভিযোগ যে, তিনি বিদেশে বসে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত রয়েছেন।
র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন-এর বরাত দিয়ে ঢাকার বাংলাদেশ প্রতিদিন-এর এক খবরে বলা হয়েছে- র‌্যাব জানায়, রাকা’র স্বামী নাসির উদ্দিন মজুমদার মধ্যপ্রাচ্য প্রবাসী। রাকা গ্রেফতার অভিযানে রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ একটি মোবাইল, একটি পাসপোর্ট ও ভয়ঙ্কর মাদক আইস উদ্ধার করা হয়েছে। গ্রেফতার রাকা’র বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রচার করছিলেন। এতে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় ছিল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত আটক, মামলার প্রস্তুতি

প্রকাশের সময় : ০৩:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

কনক সারোয়ার ও নুসরাত শাহরিন রাকা

হককথা রিপোর্ট: যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে আটক করা হয়েছে। রাজধানী ঢাকার উত্তরা এলাকা থেকে স্থানীয় সময় সোমবার (৪ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। নুসরাতের বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বিদেশে পলাতক অবস্থায় সাংবাদিক এবং টিভি উপস্থাপক ড. কনক সারোয়ার দীর্ঘদিন ধরে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছেন বলে অভিয়োগ উঠেছে। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে। তিনি দেশে বেশ কয়েক বছর কারাবন্দিও ছিলেন। পরবর্তীতে জামিনে জেল মুক্ত থেকে হয়ে যুক্তরাষ্ট্রে চলে আসে। তার বর্তমান অবস্থান নিউইয়র্ক। তিনি নিউইয়র্ক থেকে তার ব্যক্তি ইউটিউট চ্যানেলে চাঞ্চল্যকর বিষয়ে ‘টক শো’ উপস্থাপনা করছেন। তার বিরুদ্ধে অভিযোগ যে, তিনি বিদেশে বসে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত রয়েছেন।
র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন-এর বরাত দিয়ে ঢাকার বাংলাদেশ প্রতিদিন-এর এক খবরে বলা হয়েছে- র‌্যাব জানায়, রাকা’র স্বামী নাসির উদ্দিন মজুমদার মধ্যপ্রাচ্য প্রবাসী। রাকা গ্রেফতার অভিযানে রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ একটি মোবাইল, একটি পাসপোর্ট ও ভয়ঙ্কর মাদক আইস উদ্ধার করা হয়েছে। গ্রেফতার রাকা’র বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রচার করছিলেন। এতে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় ছিল।