সর্বজনীনভাবে বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত
- প্রকাশের সময় : ০৫:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮
- / ৪৮১ বার পঠিত
নিউইয়র্ক: মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনাযক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর শততম জন্মদিবস আগামী ১ সেপ্টেম্বর। বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশের ন্যায় উত্তর আমেরিকায় দিনটি পালনের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এ উপলক্ষ্যে গত ২৯ জুলাই রোববার সন্ধ্যায় এস্টোরিয়াস্থ জালালাবাদ এসোসিয়েশন কার্যালয়ে এসোসিয়েশনরে সভাপতি আলহাজ্ব বদরুল হোসেন খান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দল-মত-ব্যক্তি-গোষ্টি ও আঞ্চলিকতার উর্ধ্বে উঠে সকল প্রবাসী বাঙালীদের নিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আব্দুল বাসিত ও আজমল হোসেন কুনু, প্রাক্তন সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ-সভাপতি শফি উদ্দিন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপদেষ্টা এম, এ, সালাম, আব্দুস শহিদ, এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের এডভোকেট শেখ আখতার উল ইসলাম, নাজমুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ অব্দুল কাদির, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সম্পাদক অধ্যাপিকা রানাা ফেরদৌস চৌধুরী, বাংলাদেশ লীগ অব আমেরিকার সাবেক সভাপতি এমাদ চৌধুরী, সাবেক ছাত্র নেতা শাহাব উদ্দিন, মুক্তিযুদ্ধা গিয়াস আহমদ, টাইম টিভি’র সিইও এবং বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের, ওসমানী নগর সমিতির সভাপতি বসির উদ্দিন প্রমূখ। -প্রেস বিজ্ঞপ্তি।