সততা, দক্ষতা, দেশপ্রেম আর জনগণের সমর্থনই প্রধানমন্ত্রীর শক্তি
- প্রকাশের সময় : ০৯:২০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
- / ৫৫৭ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয় আকাশচুম্বী। দেশের সর্বত্রই উন্নয়ন-অগ্রগতি। ফলে অনেক দুয়ার খুলে গেছে। স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে এখন সময়ের ব্যপার। সততা, দক্ষতা, দেশপ্রেম আর জনগণের সমর্থনই প্রধানমন্ত্রীর শক্তি। তিনি পাচ ওয়াক্ত নামাজ আদায় করেন। দুর্নীতি তার কেশাগ্র স্পর্শ করেনি। তিনি শুধু নয়, তার পরিবার পরিজন কেউ দুর্নীতির সঙ্গে জড়িত নন। মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন-আগ্রগতি অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জয়লাভ করা ছাড়া কোন উপায় নেই। সরকারের উন্নয়ন ঘরে ঘরে পৌচ্ছে দিতে হবে। তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার জন্য প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে সিটির জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টের হলরুমে গত মঙ্গলবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় আয়োজিত এক আনন্দ সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কাউন্সিল দাবীদার নেতা-কর্মীরা টাইম ম্যাগাজিন-এর জরিপে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শীর্ষ ১০০ নেতার মধ্যে স্থান পাওয়ায় এবং দ্বিতীয়বার শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত’ হওয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে ‘আনন্দ সমাবেশ ও মতবিনিময় সভা’র আয়োজন করেন। খবর ইউএনএ’র।
এই আনন্দ সমাবেশ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সরাফ সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব ডা. উত্তম কুমার বড়ুয়া। যৌথভাবে এই সমাবেশ পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার ও জনসংযোগ সম্পাদক কাজী কয়েস।
আনন্দ সমাবেশে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দরুদ মিয়া রনেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাকিবুর রহমান তুরান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ সভাপতি মনজুর চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আখতার, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মিজানুল হাসান মিজান প্রমুখ বক্তব্য রাখেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, আইন সবার জন্য সমান, অপরাধী কেউ রেহাই পাবে না। সাংবাদিক পেটানোর ঘটনায় দায়ীরাও শাস্তি পাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে বাংলাদেশে কোন অপরাধের ঘটনা ঘটলে তার বিচার হয়না এমন কোন নজীর নেই। সাংবাদিক হোক, হোক, ব্যবসায়ী হোক না কেন, আইন সবার জন্য সমান। তিনি আবারও হুশিয়ারী উচ্চারণ কওে বলেন, অপরাধীকে শাস্তি পেতেই হবে। সাংবাদিক পেটানোর ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ৩০ টিভি, ৬শ’র বেশী সংবাদপত্র বের হয়। দেশে সকল মিডিয়া পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। দেশের ইতিহাসে এখনকার মতো অতীতে কোন মিডিয়াই এতো স্বাধীনতা ভোগ করেনি।
আনন্দ সমাবেশে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, ড. প্রদীপ রঞ্জন কর, তোফায়েল আহমেদ চৌধুরী ও হাকিকুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম বাদশা, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. আব্দুল বাতেন, যুক্তরাষ্ট্র মহিলা লীগের সভাপতি মমতাজ শাহনাজ, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, সহ সভাপতি সাইকুল ইসলাম, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জালাল ও সাধারণ সম্পাদক কায়কোবাদ খান সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে প্রথমে মেজবান রেষ্টুরেন্টের অনুষ্ঠানে যোগ দেন। এরপর রাত সাড়ে ৯টার দিকে তিনি পালকি পার্টি সেন্টারের চাইনিজ হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।