সঙ্গীত শিল্পী ও শিক্ষক শফি চৌধুরী হারুণের ইন্তেকাল

- প্রকাশের সময় : ১২:২৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ৮৬ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী, উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সহ-সভাপতি ও উদীচী স্কুল অব পারফর্মিং আর্টসের সঙ্গীত শিক্ষক শফি চৌধুরী হারুণ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বৃহস্পতিবার (৪ মার্চ) ভোর ১টা ১০ মিনিটে তিনি যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এসময় সেখানে বসবাসরত তার কন্যা আতুশা চৌধুরী এবং সহধর্মিনী জেবু চৌধুরী পাশে ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র।
জানা গেছে, গত পাঁচ মাস যাবৎ শিল্পী শফি চৌধুরী হারুন সাউথ ক্যারোলিনায় বসবাসরত তাঁর একমাত্র মেয়ে আতুশা চৌধুরী ও জামাতা সিজানের সঙ্গে স্ত্রী জেবু চৌধুরী সহ বাস করছিলেন। শফি চৌধুরী হারুন গত দুই সপ্তাহ আগে স্ট্রোক-এর শিকার হয়। ফলে তাঁর ব্রেন সার্জারি হয়। এরপর থেকেই তিনি প্রায় অচেতন অবস্থায় হাসপাতালের আইসিইউ-তে ছিলেন এবং বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন।
এদিকে শিল্পী শফি চৌধুরী হারুনের নামাজে জানাজা বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার পর সাউথ ক্যারোলিনার স্থানীয় একটি কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। মরহুমের মেয়ে ও জামাতার তাঁর বিদেহী আতœার মাগফেরাত কামনায় সবার দোয়া চেয়েছেন।
শোক প্রকাশ: শিল্পী শফি চৌধুরী হারুনের স্মৃতির প্রতি উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। এছাড়াও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তযোদ্ধা ও নিউজার্সীও প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান ড. নুরুন নবী, প্রবাসের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মুত্তালিব বিশ্বাস ও এমদাদুল হক, প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ, বিশিষ্ট কলামিস্ট হাসান ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, বিশিষ্ট নৃত্যশিল্পী এ্যানি ফেরদৌস, বাফা সভাপতি ফরিদা ইয়াসমীন, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, আবৃত্তি শিল্পী ফারুক ফয়সাল ও গোপন সাহা, বিশিষ্ট তবলা বাদক তপন মোদক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।