বিজ্ঞাপন :
শো টাইম মিউজিক আয়োজিত ‘সামার ডিনার ক্রুজ’ ১৬ জুলাই
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ৪৯ বার পঠিত
হককথা রিপোর্ট: শো টাইম মিউজিক আয়োজিত ‘সামার ডিনার ক্রুজ’ ১৬ জুলাই রোববার বিকের ৫টায় ওয়ান ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনা থেকে। ক্রুজ ভ্রমণ চলবে রাত ১০টা পর্যন্ত। এতে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী রায়ান তাজ, টিনা রাসেল, প্রমি তাজ, কামরুজ্জামান বকুল, তাহমিনা মিম, শেফালী সারগাম ও চন্দ্রা রায়। আরো থাকবে র্যাফল ড্র। প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে শিশুদের জন্য ৩০ ডলার আর বড়দের জন্য ৭০ ডলার। এবারের ‘সামার ডিনার ক্রুজ’ উপভোগ করতে শো টাইম মিউজিক-এর কর্ণধার আলমগীর খান আলম প্রবাসীদের সহযোগিতা আমন্ত্রণ জানিয়েছেন।