শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার অঙ্গীকার ॥ যুক্তরাষ্ট্র যুবলীগের কাউন্সিল দাবী

- প্রকাশের সময় : ১০:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭
- / ৯০৭ বার পঠিত
নিউইয়র্ক: আগামী ২০১৯ সালে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে সর্বাত্বক সহযোগিতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী এবং প্রবাসের যুবলীগ নেতা-কর্মীদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি আরো জোরদার ও যুক্তরাষ্ট্র যুবলীগকে শক্তিশালী করার লক্ষ্যে নিউইয়র্কে যুবলীগের আন্ত: ষ্টেট মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে যুক্তরাষ্ট্র যুবলীগের কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও দাবী উঠে। সিটির উডসাইডের কুইন্স প্যালেসে ১৬ জুলাই রোববার এই মহাসমাবেশর আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র যুবলীগের সার্বিক তত্বাবধানে বর্ণাঢ্য আয়োজনের এই সমাবেশের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
যুবলীগের মহাসমাশে ঘিরে কুইন্স প্যালেস মিলনায়তন নানা রংঙে সাজানো হয়। দেয়ালে দেয়ালে শোভা পায় যুবলীগের বিভিন্ন অঙ্গরাজ্যের ব্যানার-পোষ্টার। বিশেষ আকর্ষণ ছিলো যুবলীগ নেতা-কর্মীদের সবুজ রংঙের পাঞ্জাবী পড়ে যোগদান। এছাড়াও ‘লাল-সবুজ’-এর জাতীয় পতাকায় আচ্ছাদিত ছিলো মূল মঞ্চের বিশাল ষ্টেজ। যা পুরো বাংলাদেশকেই স্মরণ করিয়ে দেয়। আরো ছিলো যুবলীগ নেতা-কর্মীদের মূহূর্মূহ শ্লোগান। মহাসমাবেশ উপলক্ষে ‘যুব জাগরণের ডা’ শীর্ষক একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। খবর ইউএনএ’র।
নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সভাপতি ও মহাসমাবেশ আয়োজন কমিটির আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা জোয়াদ আলী, আব্দুল মুকিত চৌধুরী, সরাফ সরকার ও আনসার মিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরীন পারভীন, প্রচার সম্পাদক দুলাল মিয়া (হাজী এনাম), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুল বাতেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর করীম, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, জালালাবাদ এসাসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, যুক্তরাষ্ট্র কৃষক লীগের সভাপতি হাজী নিজাম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেক লীগের সহ সভাপতি দরুদ মিয়া রনেল, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিািটর যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসেন, সেবুল মিয়া, হুমায়ুন আহমেদ চৌধুরী, রহিমুজ্জামান সুমন, ইফজাল আহমেদ চৌধুরী, রিন্টু লাল দাস ও হেলিম উদ্দিন।
মহাসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মহাসমাবেশের প্রচার সেলের প্রধান মিজান চৌধুরী। সমাবেশ পরিচালনা করেন নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক ও মহাসাবেশ আয়োজন কমিটির সদস্য সচিব শোয়েব আহমদ।
এছাড়াও মঞ্চে উপবিষ্ট ছিলেন বড়লেখা আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, জর্জিয়া যুবলীগের সভাপতি নূরুল ইসলাম তালুকদার নাহিদ ও সাধারণ সম্পাদক ইলিয়ার হোসেন রানা, মেট্রো ওয়াশিংটন যুবলীগের সভাপতি এম রবিউল ইসলাম রাজু, ফ্লোরিডা যুবলীগের সভাপতি সঞ্জয় কুমার সাহা, পেনসেলভেনিয়া যুবলীগের সভাপতি আলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, নিউ ইংল্যান্ড যুবলীগের সভাপতি সিরাজুম মনির, নিউজার্সী যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল, কানেকটিকাট যুবলীগের সভাপতি একেএম মিসবাহ ও সাধারণ সম্পাদক জাসেদুল আলম জাহিদ, ক্যালিফোর্নিয়া যুবলীগের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক সোহেল ইসলাম, মেট্রো ওয়াশিংটন যুবলীগের সভাপতি টিপু আহমেদ, নিউইয়র্ক সিটি যুবলীগের সভাপতি হোসেন আহমেদ টিপু, বোস্টন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আলী, কুইন্স বরো যুবলীগের সভাপতি মোহাম্মদ জাকির, ব্রঙ্কস যুবলীগের সভাপতি শিপু চৌধুরী, ম্যানহাটান বরো যুবলীগের সভাপতি আজমল আলী, যুবলীগ সদস্য নূরুল ইসলাম, সাদেকুর রহমান, মোশাহেদ চৌধুরী, জামাল আহমেদ, শাহীন কামালী, মনির আহমেদ, মোশাররফ হোসেন, শাহ সেলিম, কারিউল মওলা খান, রেজা আব্দুল্লাহ স্বপন, আজাদুল কবীর, জাকির হোসেন, নাজমুল হোসেন প্রমুখ মঞ্চে উপবিষ্ট ছিলেন।
রাত ৯টায় শুরু হওয়া মহাসমাবেশের মূল অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নিউইয়র্ক ষ্টেট যুবলীগের যুগ্ম সম্পাদক আল মামুন সরকার। এরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের মহান স্বাধীনতা যুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সমাবেশে যুবলীগ নেতারা বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার যুবসমাজের সর্ববৃহৎ যুব সংগঠন। দেশের বাইরে যুক্তরাষ্ট্র যুবলীগও অন্যতম বৃহৎ যুব সংগঠন। আমরা দলের নিময়-শৃঙ্খলা আর গঠনতন্ত্রে বিশ্বাসী বলেই কেন্দ্রীয় যুবলীগের প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় যুক্তরাষ্ট্র যুবলীগকে আরো শক্তিশালী করতে বদ্ধ পরিকর। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি এই মহাসমাবেশের মধ্যদিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের আগামী কাউন্সিলের পথে এগিয়ে যাবে এবং কাউন্সিলের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।
এদিকে যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহাসাবেশে যুবলীগ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরো বলেন, নিউইয়র্কের মহাসমাবেশ প্রমাণ করেছে যে, অতীতের যেকোন সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র যুবলীগ অনেক বেশী শক্তিশালী ও ঐক্যবদ্ধ। যুক্তরাষ্ট্র যুবলীগের প্রাণপুরুষ হিসেবে পরিচিত বিদায়ী সভাপতি মিসবাহ আহমেদ ও ফরিদ আলমের উত্তরসুরী হিসেবে যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসেন ও সেবুল মিয়া সহ যুক্তরাষ্ট্র যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন চৌধুরী, রহিমুজ্জামান সুমন, ইফজাল আহমদ চৌধুরী, রিন্টুলাল দাস ও হেলিম উদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যুবলীগ আজ প্রবাসের সর্ববৃহৎ যুব সংগঠনের পরিণত হয়েছে। বক্তারা যুক্তরাষ্ট্র যুবলীগকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার জন্য মিসবাহ-ফরিদের অতীত কর্মকান্ডের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বক্তারা কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান আলহাজ ওমর ফারক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, কেন্দ্রীয় যুবলীগ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যেভাবে কাজ করছেন, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা-কর্মীরাও তাদের পথ অনুসরণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছে। বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি ওমর ফারুক চৌধুরী ও হারুনুর রশীদের নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজ আজ আওয়ামী যুবলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ। বক্তারা বলেন, কেন্দ্রের পরামর্শে আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র যুবলীগ আওয়ামী লীগের পুনরায় বিজয়ের জন্য সাধ্যমতো কাজ করবে। বক্তারা বলেন, যুবলীগের শীর্ষ নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র যুবলীগের কর্মকান্ড সম্পর্কে ওকিবহাল। দীর্ঘ প্রায় ছয় বছর হতে চললো যুক্তরাষ্ট্র যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি নেই। আমরা বিশ্বাস করি ‘যুক্তরাষ্ট্র যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি’ এখন সময়ের দাবী। যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের এই দাবী মেনে কেন্দ্রীয় যুবলীগের তত্বাবধানে অচিরেই যুক্তরাষ্ট্রে যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং যুবলীগে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।
মহাসমাবেশে সমাবেশ অনুষ্ঠানের এক পর্যায়ে ১/১১-এ শেখ হাসিনার মুক্ত আন্দোলনে সক্রিয় যুবলীগ নেতাদের ক্রেস্ট প্রদান করা হয়।
মহাসমাবেশে আরো বক্তব্য রাখেন, জর্জিয়া যুবলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক ইলিয়াস, সহ-সভপতি মিনহাজুল ইসলাম বাদল, মোট্রো ওয়াশিংটন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক, সর্বজিৎ দাস তুর্জ, ফেøারিডা যুবলীগের সভাপতি সঞ্জয় কুমার সাহা, কানেকটিকাট যুবলীগের সভাপতি একেএম মিসবা, পেনসেলভেনিয়া যুবলীগের সভাপতি আলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সহ-সভাপতি আসাদুজ্জামান শামিম আহমদ সাইদ, নিউ ইংল্যান্ড যুবলীগের সভাপতি মো: সিরুজুম মনির, নিউজার্সি যুবলীগের সভাপতি মো: শাহিন ও সাধারণ সম্পাদক মো: রাসেল, নিউইয়র্ক সিটি যুবলীগের সভাপতি হোসেন আহমদ টিপু, নিউইয়র্ক স্টেট যুবলীগের সহ-সভাপতি নূর হোসেন ফরহাদ, অলীউর চৌধুরী, প্রচার সম্পাদক মিশু খাঁন, ক্রিড়া সম্পাদক সাবলু রহমান, সিটি যুবলীগের সহ-সভাপতি নাজমুল হোসেন, মামুন হোসেন, সাহীদ সিরাজ সৌরভ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলি আহমদ। কুইন্স যুবলীগের সভাপতি জাকির হোসেন জুয়েল, ম্যানহাটন যুবলীগের সভাপতি আজমান আলী ও সাধারণ সম্পাদক দীন ইসলাম, ব্রঙ্কস যুবলীগের সভাপতি শিপু চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান।
সমাবেশের দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী মেহরুন আহমেদ, রোকসানা মির্জা, শাহ মাহবুব, রানু নেওয়াজ প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।