শেখ হাসিনার সরকারকে কমপক্ষে আরো ৫ বছর ক্ষমতায় রাখতে হবে
- প্রকাশের সময় : ০৩:৩৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
- / ৭১১ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র সফররত গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী এম এ মুহিত এমপি বলেছেন, বাংলাদেশের চলমান উন্নয়ন ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে কমপক্ষে আরো ৫ বছর ক্ষমতায় রাখতে হবে। আগামী মেয়াদেও জননেত্রী হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। আর হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশে দারিদ্রতা থাকবে না। তিনি বলেন, শেখ হাসিনা রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি, অগ্রগতির রাজনীতি। তাঁর উন্নয়নের পথ ধরেই বাংলাদেশ ইতিমধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল অওয়ামী লীগ একটানা ক্ষমতায় থাকার থাকার কারণেই দেশে এতো উন্নতি হয়েছে। আগামী ২০২৪ সালে ‘বাংলাদেশ-কে মধ্যম আয়ের দেশ’ হিসেবে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী মুহিত উপরোক্ত কথা বলেন। গত ২২ এপ্রিল রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকী পার্টি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। দলের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও ঢাকা জেলা আওয়ামী সহ সভাপতি তুষার খান সেলিম। সভা পরিচালনা করেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। খবর ইউএনএ’র।
সভার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভামঞ্চে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, আবুল কাশেম, সামসুদ্দীন আজাদ ও লুৎফুল করীম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, আব্দুল হাসিব মামুন ও মহিউদ্দিন দেওয়ান প্রমুখ উপবিষ্ট ছিলেন।
সভায় মন্ত্রী এম এ মুহিত বলেন, দেশের জন্য সবাই নেতৃত্ব দিতে জানে না, পারে না। বঙ্গবন্ধুর পরেই আমরা শেখ হাসিনাকে যোগ্য নেতা হিসেবে পেয়েছি। ১০ বছর আগের শেখ হাসিনা আর আজকের শেখ হাসিনা এক নয়। তিনি বলেন, একটি দেশ ও জাতিকে এগিয়েে নেয়ার মতো সকল যোগ্যতাই শেখ হাসিনার রয়েছে। তার মতো নেতা পাওয়া দুষ্কর। অর্থমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে নীতিদীর্ঘ বক্তব্য রাখেন এবং অর্থমন্ত্রনালয় সহ দেশের সার্বিক উন্নয়নে তার নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। গ্রামগঞ্জের যোগাযোগ ব্যবস্থাও ভালো হয়েছে। তিনি বলেন, জীবনের শেষ সময় পর্যন্ত দেশ তথা জনগনের সেবায় কাজ করে যেতে চাই।
অর্থমন্ত্রী মুহিত বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় হাওয়া ভবন থেকে তারেক চাঁদাবাজী করেছেন, দূর্নীতির আখড়া ছিলো। এই হাওয়া ভবন থেকেই রাষ্ট্র পরিচালনা করা হতো।
ড. একে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে।
মাসুদ বিন মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতি বহি:বিশ্বের নেতৃবৃন্দের আস্থা বাড়ছে। জাতিসংঘে একে পর এক সাফল্য অর্জিত হচ্ছে।
ড. সিদ্দিকুর বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র থাকার ফলেই সর্বত্রই উন্নয়নের জোয়ার বইছে। আগামী মাসে বঙ্গবন্ধু সাটালাইট-এর সফল উৎক্ষেপনের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে আরেক ধাপ সাফল্য অর্জন করবে। এই উন্নয়নের সকল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
আব্দুস সামাদ আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার, অগ্রগতির সরকার। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে তিনি প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।