নিউইয়র্ক ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শীতে নিউইয়র্কে জবুথবু জীবন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬
  • / ৫৯৪ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্কে জেঁকে বসেছে শীত। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কের তাপমাত্রা ছিল শূন্যের নিচে ৪ ডিগ্রি সেলসিয়াস। জনজীবনে এর বিরূপ প্রভাব পড়েছে। কাজ না থাকলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস ও ব্রুকলীনের রেস্তোরাঁগুলোতে অন্যদিনের মতো ভিড় দেখা যাচ্ছে না। সাবওয়েসহ সবখানে মানুষ মোটা এবং শীত নিবারণ হয় এমন কাপড় পরে করে চলাচল করছেন।
সকালে শীতের তীব্রতার কারণে অনেক শিশুও স্কুলে যেতে চায়নি বলে জানান অভিভাবকেরা। জ্যামাইকার হিলসাইড এভিনিউর বাসিন্দা বিজয় কুমারের ছেলে গোপাল ভোরে উঠেই স্কুলে না যাওয়ার বায়না ধরে। বাবা বিজয় বলেন, বাধ্য হয়ে ছেলেকে আর স্কুলে পাঠাননি।
শীতের কারণে ব্যবসা-বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জ্যামাইকার পানসী রেস্তোরাঁর মোবারক বলেন, বৃহস্পতিবার ও বুধবার ক্রেতা কম। অনেক খাবার তৈরি করলেও ফেলে দিতে হয়েছে।
শীতের তীব্রতা বাড়ায় বাসা-বাড়ির হিটিং বিল বেড়ে গেছে। এ জন্য ব্যক্তিগত বাড়ির মালিক হিট দিতে গড়িমসি করছেন। এ নিয়ে বাড়ির মালিক ও ভাড়াটেদের সঙ্গে তিক্ততা বাড়ছে। নগর কর্তৃপক্ষ বিষয়টির ওপর নজরদারি জোরদার করেছে।
জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার একটি কম্পিউটারের দোকানের স্বত্বাধিকারী এজাজ বলেন, ‘আমি কুইন্সে থাকি প্রাইভেট বাসায়। বাড়ির মালিক ঠিকভাবে হিট দিচ্ছে না। এ নিয়ে ঝড়গা হচ্ছে।’
শীতের প্রভাব সবজির বাজারেও পড়েছে। অন্যান্য দিনের তুলনায় মুদি দোকানগুলোতে রকমারি টাটাকা সবজি মিলছে কম।
নিউইয়র্কের আবহাওয়া বার্তা বিভাগ বলছে, আগামী দুই একদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি ফারেনহাইট। ১৭ ডিসেম্বর শনিবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার নিউইয়র্কে তাপমাত্রা বাড়বে। (প্রথম আলো)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

শীতে নিউইয়র্কে জবুথবু জীবন

প্রকাশের সময় : ০২:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬

নিউইয়র্ক: নিউইয়র্কে জেঁকে বসেছে শীত। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কের তাপমাত্রা ছিল শূন্যের নিচে ৪ ডিগ্রি সেলসিয়াস। জনজীবনে এর বিরূপ প্রভাব পড়েছে। কাজ না থাকলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস ও ব্রুকলীনের রেস্তোরাঁগুলোতে অন্যদিনের মতো ভিড় দেখা যাচ্ছে না। সাবওয়েসহ সবখানে মানুষ মোটা এবং শীত নিবারণ হয় এমন কাপড় পরে করে চলাচল করছেন।
সকালে শীতের তীব্রতার কারণে অনেক শিশুও স্কুলে যেতে চায়নি বলে জানান অভিভাবকেরা। জ্যামাইকার হিলসাইড এভিনিউর বাসিন্দা বিজয় কুমারের ছেলে গোপাল ভোরে উঠেই স্কুলে না যাওয়ার বায়না ধরে। বাবা বিজয় বলেন, বাধ্য হয়ে ছেলেকে আর স্কুলে পাঠাননি।
শীতের কারণে ব্যবসা-বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জ্যামাইকার পানসী রেস্তোরাঁর মোবারক বলেন, বৃহস্পতিবার ও বুধবার ক্রেতা কম। অনেক খাবার তৈরি করলেও ফেলে দিতে হয়েছে।
শীতের তীব্রতা বাড়ায় বাসা-বাড়ির হিটিং বিল বেড়ে গেছে। এ জন্য ব্যক্তিগত বাড়ির মালিক হিট দিতে গড়িমসি করছেন। এ নিয়ে বাড়ির মালিক ও ভাড়াটেদের সঙ্গে তিক্ততা বাড়ছে। নগর কর্তৃপক্ষ বিষয়টির ওপর নজরদারি জোরদার করেছে।
জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার একটি কম্পিউটারের দোকানের স্বত্বাধিকারী এজাজ বলেন, ‘আমি কুইন্সে থাকি প্রাইভেট বাসায়। বাড়ির মালিক ঠিকভাবে হিট দিচ্ছে না। এ নিয়ে ঝড়গা হচ্ছে।’
শীতের প্রভাব সবজির বাজারেও পড়েছে। অন্যান্য দিনের তুলনায় মুদি দোকানগুলোতে রকমারি টাটাকা সবজি মিলছে কম।
নিউইয়র্কের আবহাওয়া বার্তা বিভাগ বলছে, আগামী দুই একদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি ফারেনহাইট। ১৭ ডিসেম্বর শনিবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার নিউইয়র্কে তাপমাত্রা বাড়বে। (প্রথম আলো)