শাকিল আহমদের দাফন সম্পন্ন
- প্রকাশের সময় : ০৮:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮
- / ৫০০ বার পঠিত
হককথা ডেস্ক: নিউইয়র্কে অকাল প্রয়াত শাকিল আহমেদের দাফন গত ২৩ জুন শনিবার জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা মালিকানাধীন লং আইল্যান্ডের মুসলিম সিমিটারীতে সম্পন্ন হয়েছে। এর আগে গত ২২ জুন শুক্রবার বাদ এশা তার নামাজে জানাজা নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত ওজনপার্কের মসজিদ আল আমানে অনুষ্ঠিত হয়। জানাজায় জালালাবাদ এসোসিয়েশন-এর সভাপতি বদরুল হোসেন খান সহ কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযায় ইমামতি করেন মরহুম শাকিলের চাচাতো ভাই (নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট রাজনীতিক ও সমাজকর্মী শাহিন আহমদের জ্যৈষ্ঠ ছেলে) সাজেদ আহমদ। এদিকে শাকিল আহমেদের মরদেহ মসজিদ আল আমানে পৌছিলে এক শোকাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়। মসজিদে উপস্থিত সহ¯্রাধিক মুসল্লি তাকে শেষবারের দেখার জন্য ভীড় জমায়। এ সময় মরহুমের পিতাসহ পরিবারের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। নামাজে জানাজার পূর্বে প্রদত্ত বক্তৃতায় মরহুম শাকিলের চাচা শাহিন আহমদ তার ভাতিজার জানাজায় শরিক হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং শাকিল তার এই সামান্য কয়েক বছরের জীবদ্দশায় চলার পথে কারো নিকট কোন ভুল করে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান ।
জানা গেছে, ওজনপার্ক নিবাসী সেলিম আহমদের ছোট ছেলে শাকিল আহমদ গত ২১ জুন হঠাৎ মস্তিষ্কে রক্ত ক্ষরণ জনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ২১ বছর। উল্লেখ্য, সেলিম আহমদের দেশের বাড়ী সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামে। শাকিল অত্যন্ত শান্তশিষ্ট ও ধার্মিক ছিলেন। মাত্র কয়েক বছর আগে সে তার মা-বাবার সাথে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে এসেছিলো।
অকাল প্রয়াত শাকিল আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত করেছেন মুক্তিযেদ্ধা আব্দুল বাসিত চৌধুরী মাসুক, বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, সিলেট ডিষ্ট্রিক্ট সোসাইটির প্রাক্তন সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, বাংলাদেশী আমেরিরান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন আহমদ সোহাগ, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার কাওছারুজ্জামান কয়েছ, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের সিনিয়ার সহ সভাপতি লোকমান হোসেন লুকু, ফেলাডেলফিয়া বাংলাদেশ ওয়েল ফেয়ার সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক জাহেদ চৌধুরী ও বিশিষ্ট কবি ও সংগঠক শাহ বদরুজ্জামান রুহেল প্রমুখ নেতৃবৃন্দ।





















