যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ নিয়ে সাজ্জাদ-জুয়েল বাদানুবাদ
- প্রকাশের সময় : ০৩:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০১৫
- / ৫৭৪ বার পঠিত
নিউইযর্ক: আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবাষির্কী পালন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা শেষে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের কমিটি নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের মধ্যে বাদানুবাদ হয়েছে।
গত ২৩ জুন মঙ্গলবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়। সভা শেষে ইফতার গ্রহণের সময় জুয়েল চৌধুরী মঞ্চে বসা সাজ্জাদুর রহমান সাজ্জাদের কাছে জানতে চান যে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শ্রমিক লীগের কাউকে কেন বক্তব্য দিতে দেওয়া হলো না। জুয়েল ক্ষোভের সাথে জানতে চান শ্রমিক লীগের ব্যাপারে আওয়ামী লীগের সমস্যা কোথায়? শ্রমিক লীগের কেন্দ্রীয় কোন নেতার নির্দেশে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের কমিটি পরিবর্তন করা হয়েছে। এসময় মঞ্চে বসা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ কিছু বলতে চাইলে শ্রমিক লীগ নেতা রুহেল চৌধুরী ফারুককে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি কিছু বলবেন না, আপনি চুপ থাকেন। শ্রমিক লীগের আমিও সভাপতি ক্যান্ডিডেট’। এসময় সাজ্জাদুর রহমান সাজ্জাদ কিছু বলতে চাইলে জুয়েল আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পরবর্তী অনুষ্ঠানের আগে শ্রমিক লীগের সমস্যার সমাধান না হলে পরিণতি ভয়াবহ হতে পারে।
আওয়ামী লীগ নেতা সাজ্জাদ ও শ্রমিক লীগ নেতা জুয়েলের এমন বাদানুবাদে উপস্থিত অনেকেই বিব্রতবোধ করেন।(সাপ্তাহিক পরিচয়)