এনআরবি কনফারেন্সে হুমায়ুন কবীরের সাথে মতবিনিময়
যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি সময়ের দাবী : আখতার হোসেন বাদল

- প্রকাশের সময় : ১১:২৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ২৬ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশী (এনআরবি) গত ২৮ সেপ্টেম্বর ‘ব্র্যান্ডিং বাংলাদেশ : শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতি’ শীর্ষক সাইড লাইন কনফারেন্সের আয়োজন করে। এতে দেশ ও প্রবাসের বিশিষ্টজনরা অংশ নেন এবং বাংলাদেশ আর দেশের জনগণকে এগিয়ে নিতে সংশ্লিস্ট বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
জাতিসংঘের অধিবেশন ঘিরে প্রতি বছর এই কনফোরেন্সের আয়োজন করে থাকে এনআরবি নামক সংগঠন। এর চেয়ারপার্সন শেকিল চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্সে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর সহ নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক, যুক্তরাষ্ট্র বিএনপ’র প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম সম্পাদক আখতার হোসেন বাদল, মূলধারার রাজনীতিক ও অ্যাসাল-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ন্যাশনাল মাফ মিসবাউদ্দিন, প্রবীণ প্রবাসী ও মূলধারার রাজনীতিক হাসান আলী, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ কনফারেন্সে বক্তব্য রাখেন। এতে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।
কনফারেন্সে আখতার হোসেন বাদল তার বক্তব্যে দেশ ও জাতির প্রয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, আমরা প্রবাসী বাংলাদেশী। সবার কাছে দেশ আর দেশের জনগণ আগে। তিনি দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এনআরবি’র কর্মকান্ডের প্রশংসা করেন।
কনফারেন্সের এক পর্যায়ে হুমায়ুন কবীর এর সাথে আখতার হোসেন বাদল যুক্তরাষ্ট্র বিএনপির কর্মকান্ড অবহিত এবং খোলামেলা আলোচনা করেন। এসময় বাদল যুক্তরাষ্ট্র বিএনপির জন্য একটি শক্তিশালী কমিটি গঠন সময়ের দাবী বলে জানান।
সংশ্লিস্টরা বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানায়, যুক্তরাষ্ট্র বিএনপি’র কর্মকান্ড দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতারা সবকিছুই অবগত। আর তারেক রহমান নিজেই বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্র বিএনপি’র কর্মকান্ড তদারকি করেন। কমিটি হওয়া না হওয়া তার উপরই নির্ভর করছে। যদিও নিউইয়র্ক ষ্টেট ও সিটি বিএনপি সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি ষ্টেট বিএনপি কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে। তবে দলীয় নেতা-কর্মীদের দাবী যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠন।
এব্যাপারে আখতার হোসেন বাদল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রেও প্রবর্তক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই আমার রাজনীতি। যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক থেকে শুর করে দলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি। শ্রম-অর্থ-মেধা দিয়ে সাধ্যমতে দলের জন্য কাজ করেছি। আমরা চাই যুক্তরাষ্ট্র বিএনপি আরো শক্তিশালী হোক। এজন্য প্রয়োজন পূর্ণাঙ্গ কমিটি। তিনি বলেন দলের বিষয়গুরো আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তাকে রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর সাহেবের কাছে তুলে ধরেছি। স্বল্প সময়ের জন্য হলেও অত্যন্ত আন্তরিকতার সাথে তার সাথে কথা হয়েছে। তিনি দলের শীর্ষ পর্যায়ে বিষয়গুলো তুলে ধরবেন বলে জানিয়েছেন। আমরা আশাবাদী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশ ও প্রবাসে আরো শক্তিশালী হবে।
আখতার হোসেন বাদল যুক্তরাষ্ট্র বিএনপি’র দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যর বিকল্প নেই। দলে নেতৃত্বে প্রতিযোগিতা থাকা স্বাভাবিক তবে দলে যদি যোগ্য নেতারা যোগ্য সম্মান পান, তাহলেই দলীয় কোন্দল দূর হবে।