যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালন

- প্রকাশের সময় : ০৮:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫
- / ৮২৪ বার পঠিত
গত ১৯ নভেম্বর ছিলো কেন্দ্রীয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন। যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল ও ছাত্রদল তাদের নেতার জন্মদিনটি পালন করেছে ঘটা করে। গত ১৮ নভেম্বর বুধবার রাত ১২টায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে তারেক রহমানের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম ও বিএনপি নেত্রী সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি এম এ বাছিত, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা বাসিত রহমান, সাইফুর খান হারুন, মিফতাহ মামুন, রেজাউল আজাদ ভূইয়া, দেওয়ান রানা আহমেদ, ড. নুরুল আমিন পলাশ সহ দল ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। পরে কেক কেটে নেতা-কর্মীদের মাঝে বিতরণ করা হয়।