যুক্তরাষ্ট্র জাপা’র উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল
- প্রকাশের সময় : ০৮:৩৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ৯৩ বার পঠিত
নিউইয়র্ক : জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান, বাংলাদেশের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ-এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে গত ১৪ জুলাই শুক্রবার জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে বাদ মাগরিব বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, সাবেক এমপি শহীদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আব্দুন নূর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এসময় জাতীয় পার্টির উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে সহ সভাপতি সবির লষ্কও ও এস এম ইকবাল, কোষাধক্ষ্য আবুল কাসেম চৌধুরী, দপ্তর সম্পাদক শক্তি গুপ্তা , কৃষি বিষয়ক সম্পাদক এন এস এন রুবেল, ডারাব ইউ জুলহাস, হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের খতিব ঈমাম মোহাম্মদ আব্দুস সাদিক মরহুম এইচ এম এরশাদ-এর ইসলাম সহ বিভিন্ন ধর্মের প্রতি যুগান্তকারী পদক্ষেপের প্রশংসা এবং দোয়া পরিচালনা করেন। ঈমাম তার দোয়ায় মহান রাব্বুল আল আমীন যেনো প্রয়াত রাষ্ট্রপতি এইচ এরশাদকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন এবং বাংলাদেশের সূখ শান্তি কামনা করেন।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লীদেরকে যুক্তরাষ্ট জাতীয় পার্টি শাখার পক্ষ থেকে তবারক বিতরণ করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি।