যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের নয়া সভাপতি পলাশ, সম্পাদক ডালিম
- প্রকাশের সময় : ১০:০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪
- / ৬২০ বার পঠিত
নিউইয়র্ক: জ্যাকসন হাইটসের ফুড কোর্টে গত ৮ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের এক সভায় ২০১৫ সালের জন্য সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে ড. নূরুল আমিন পলাশ ও সাধারণ সম্পাদক হিসেবে এ কে এম রফিকুল ইসলাম ডালিম মনোনীত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি সরওয়ার খান বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাইদুর খান ডিউক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহবুবুর রহমান মুকুল মনোনীত হয়েছেন।
সভায় নতুন কমিটি ঘোষণার আগে বিদায়ী সভাপতি রাফেল তালুকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে পুরোনো কমিটিকে বিলুপ্তি ঘোষণা করেন। তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম গণতান্ত্রিক সংগঠন। এই সংগঠনের প্রতিটি কর্মী ও সদস্যই নেতৃত্ব দেয়ার এবং সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালিত করার যোগ্যতা রাখেন। সুতরাং সকলের মতের ভিত্তিতে যেই নেতৃত্ব আসুক আমরা তাকে মেনে নেবো এবং সর্বতোভাবে তাকে সহায়তা করবো। সভায় নির্বাচিতরা ছাড়াও আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন চৌধুরী, এ এস এম মিজবাহউজ্জামান, ফারুক হোসেন মজুমদার, গোলাম হোসেন, মোহাম্মদ ওয়াহেদ আলী মন্ডল, মোহাম্মদ শফিকুর রহমান (জীবন শফিক), এ টি এম হেলালুর রহমান, কে আলম, মোজাফফর হোসেন, মোহাম্মদ আলী আহসান আকন্দ শামীম, মোহাম্মদ সুমন সরদার প্রমুখ। উপস্থিত নেতা-কর্মীরা সকলেই তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বিদায়ী কমিটির সকলের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন কমিটির সকলকে স্বাগত জানিয়ে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সভাপতি নূরুল আমিন পলাশ ও রফিকুল ইসলাম ডালিম তাদের নির্বাচিত করায় সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তারা বলেন, এই দায়িত্ব পালনে তারা আন্তরিকভাবে সচেষ্ট হবেন। তারা সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
সভায় জানানো হয় আগামী কিছুদিনের মধ্যে সংগঠনের বাকি সদস্যদের নাম প্রকাশ করে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয়া হবে।