যুক্তরাষ্ট্র আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন

- প্রকাশের সময় : ০৫:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০১৭
- / ৭৬৪ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ১৯ মে শুক্রবার বাংলাদেশের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র করেন। বাংলাদেশে যাওয়ার প্রক্কালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি আক্তার হোসেনকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান উপলক্ষ্যে ড. সিদ্দিকুর রহমান ঢাকা সফর করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ড. সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র ত্যাগের প্রাক্কালে ঐদিন জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি একে এম আলমগীর, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারেকুল হায়দার চৌধুরী প্রমুখ দলীয় নেতা-কর্মী।
সভাপতি ড. সিদ্দিকুর রহমান বাংলাদেশে অবস্থানকালীন সময়ে তার দায়িত্ব পালন করবেন বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন। তিনি (আকতার হোসেন) এ নিয়ে তিনবার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন। ইতিপূর্বে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের অবর্তমানে আকতার হোসেন আরো দু’বার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়াও সভাপতির অবর্তমানে সংগঠনের সহ সভাপতি যথাক্রমে এম ফজলুর রহমান, মাহবুবুর রহমান, সামসুদ্দীন আজাদ ও আবুল কাশেম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন বলে সূত্র বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানায়। এদের মধ্যে কেউ কেউ একাধিকবার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
আরো উল্লেখ্য, ব্যক্তিগত, পারিবারিক ও ব্যবসায়ীক কাজ ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল সহ দলীয় ও সাংগঠনিক কাজে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বিগত ৬ বছরে অন্তত ২৪বার বাংলাদেশ সফর করেন। খবর ইউএনএ’র।