যুক্তরাষ্ট্র আ. লীগের প্রতিবাদ সমাবেশে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহŸান
- প্রকাশের সময় : ০২:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪
- / ৯৫ বার পঠিত
বাংলাদেশে চলমান কোটা ঘিরে আন্দোলনে বিএনপি-জামায়ত এবং ছাত্রদল ও ছাত্রশিবিরের সন্ত্রাসীরা সাধারণ ছাত্রদের উপর ভর করে বাংলাদেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, নারকীয় ধবংসযজ্ঞের মাধ্যমে শেখ হাসিনার সরকার উৎখাতের ঘৃন্য অপচেষ্টা করছে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা অভিযোগ তুলে পাল্টা প্রতিবাদ সমাবেশ করেছেন। রোববার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবারের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
সমাবেশে সর্বস্তরের দলীয় নেতা-কর্মী অংশ নেন এবং সরকারের সমর্থনে ¯েøাগানে ¯েøাগানে দেন। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ কর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ বখতিয়ার, ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুরর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা দেশব্যাপী নৈরাজ্য, ভাঙ্চুর, সম্পদহানীর জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে অবিলম্বে দায়ীদের গ্রেফতার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান।