যুক্তরাষ্ট্র আ.লীগের তাৎক্ষনিক সভা

- প্রকাশের সময় : ০১:১৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭
- / ৬০৮ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশের ড. ফখরুদ্দীন-মইনুদ্দীন সরকারের সময় ২০০৭ সালের ৭ মে নানা বাঁধার মুখে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে যাওয়ার ঐতিহাসিক দিনটি স্মরণ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ উপলক্ষ্যে ঐদিন (৭ মে রোববার) বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসস্থ ইত্যাদি রেষ্টেুরেন্টে তাৎক্ষনিক সভার আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। উল্লেখ্য, ঐদিন লন্ডন হয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ঢাকা গমন করেন। সেদিন তার সফরসঙ্গীদের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ৮জন নেতাও ছিলেন। তাদের মধ্যে তিনজন যথাক্রমে আব্দুস সামাদ আজাদ, ফারুক আহমদ ও সোলেমান আলী রোববারের সভায় উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
নিউইয়র্ক: ২০০৭ সালের ৭ মে স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত তাৎক্ষনিক সভায় বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ও মহিউদ্দিন দেওয়ান, প্রবাস বিষয়ক সম্পাদক সোলেমান আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান টুকু, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সদস্য শাহানারা রহমান, সামসুল আবদীন, ডেনী চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, সহ সভাপতি রওশন আরা বেগম, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি দরুদ মিয়া রনেল প্রমুখ।
নিউইয়র্ক: ২০০৭ সালের ৭ মে স্মরণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত তাৎক্ষনিক সভায় দলীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সেদিনের স্মৃতিচারণ করে বলেন, জননেত্রী শেখ হাসিনার সেদিনের সাহসী সিদ্ধান্তের ফলে দেশে গণতন্ত্রী প্রতিষ্ঠিত হয়েছে। ব্যর্থ হয়েছে কুচক্রীকের তথাকথিত ‘নেত্রী মাইনাস’ ফর্মূলা। আর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। বক্তারা হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে সবার ঐক্য কামনা করেন এবং দলীয় নেতা-কর্মীদের দ্বিধঅ-দ্বন্দ্ব ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, তাৎক্ষনিকভাবে সভার মধ্যদিয়ে আমরা ২০০৭ সালের ৭ মে-কে স্মরণ করলাম। আগামী দিনে বড় পরিসরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেদিনের ৮জন সফর সঙ্গীকে নিয়ে অনুষ্ঠান হবে।
উল্লেখ্য, দিনটি আওয়ামী লীগ নেতা আহসান উল্লাস মাস্টার এমপি’র মৃত্যুবার্ষিকী হওয়ায় সভায় তাকেও স্মরণ এবং মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা এবং তার হত্যা বিচারের রায় কার্যকর করার দাবী জানানো হয়।