নিউইয়র্ক ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্র আ. লীগসহ বিভিন্ন সংগঠনের শোক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / ৭৮৪ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাবেক সংসদ বিষয়ক উপদেষ্টা ও সাবেক রেলমন্ত্রী, বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান, ভাটি বাংলার সিংহ পূরুষ খ্যাত অ্যাডভোকেট সুরঞ্জিত সেন গুপ্ত এম পি’র মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ তাকে একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক বলিষ্ঠ রাজনীতিককে হারালো। তার শূন্যত পূরণ হবার নয়। উল্লেখ্য, ৫ জানুয়ারী রোববার (বাংলাদেশ সময় ভোর রাত ৪:১০ মিনিট) ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে ইহলোক ত্যাগ করেন। আরো উল্লেখ্য, ১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে জন্ম নেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তিনি রেলমন্ত্রী হন। পরবর্তীতে তাকে দফতরবিহীন মন্ত্রী করা হয়। সুরঞ্জিত সেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি পাশের পর আইন পেশায় যুক্ত হন। তিনি বর্তমান সংসদের আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার কাউন্সিলেরও সদস্য ছিলেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সংসদ বিষয়ক উপদেষ্টা ও সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট সুরঞ্জিত সেন গুপ্ত এমপির মৃত্যুতে গভীর শোক করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম ফজলুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দলের শোক বার্তায় প্রেরিত শোক প্রকাশকারী অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আকতার হোসেন, সৈয়দ বসরাত আলী, মাহাবুবুর রহমান, আবুল কাশেম, শামছুদ্দীন আজাদ, লুৎফর করিম ও ডা. মো. আলী মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, চন্দন দত্ত ও আব্দুর রহিম বাদশা, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আবুল মনসুর খান, মহিলা সম্পাদিকা শিরিন আক্তার দিবা, প্রচার সম্পাদক হাজী এনাম, বন ও পরিবেশ সম্পাদক নূর আলম চৌধুরী, শিল্প ও বাণিজ্য ফরিদ আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিজবাহ আহমেদ, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলেয়মান আলী, যুব ও ক্রীড়া সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, সাংস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, ইমিগ্রেশন সম্পাদক আব্দুর রহমান মামুন, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি এবং সদস্য শাহানারা রহমান, ডেনী চৌধুরী, হিন্দোল কদের বাপ্পা, শরফ সরকার, জহিরুল ইসলাম, মুজিবুল মওলা, শামছুল আবেদিন, রফিক পাটোয়ারী, আক্তার আহমেদ চৌধুরী, নূর নবী চৌধুরী, রেজায়ুল করিম চৌধুরী, মোস্তফা কামাল পাশা, মোহাসীন রিপন, খোরশেদ খন্দকার, আব্দুল হামীদ, আলাউদ্দিন জাহাঙ্গীর, শরীফ কামরুল হীরা, শামসুল আবদীন, আলী হোসেন গজনবী, আমিনুল ইসলাম কলিন্স, আতাউল গনি আসাদ, আজাহার হোসেন লিটন, হাসান মাসুক, কায়কোবাদ খান, এম আনোয়ার প্রমূখ।
ড সিদ্দিকুর রহমান: ঢাকা থেকে প্রেরীত এক শোক বার্তায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান অ্যাডভোকেট সুরঞ্জিত সেন গুপ্ত এমপির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি বলেন তার মৃত্যুতে জাতি অমূল্য সম্পদ হারিয়েছে যা কখনো পুর্রণ হবে না। ড. সিদ্দিক সুরঞ্জিত সেন গুপ্ত’র দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে বলেন, সত্তরের প্রাদেশিক পরিষদে তিনি ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য। স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদসহ চার দশকের প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি।
স্বেচ্ছাসেবক লীগ: যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার ও সাধারণ সম্পাদক সুবল দেবনাথ এক শোক বার্তায় প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত’র দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, তার মৃত্যুতে জাতি অমূল্য সম্পদ হারিয়েছে। যা কখনো পূরণ হবার নয় ।
নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগ: বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিঞা ও সাধারণ সম্পাদক শাহীন আজমল। শোক বার্তায় তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পুরণ হবার নয়। নেতৃবৃন্দ এই বর্ষীয়ান নেতার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও অভিজ্ঞ পার্লমেন্টারিয়ান বাবু সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। সংগঠনের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী শোক বার্তায় প্রয়াত এই নেতার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞপন করেন।
এছাড়াও পৃথক পৃথক শোক বার্তায় অ্যাডভোকেট সুরঞ্জিত সেন গুপ্তের পরলোকগমনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইনক’র সভাপতি আব্দুল মুকিত চৌধুরী মারুফ ও সাধারণ সম্পাদক ডি চৌধুরী অমিত, ওসমানী স্মৃতি পরিষদ ইউএসএ’র সভাপতি নজমুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস-এর সভাপতি শাহেদ আহমেদ ও সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র সভাপতি জোসেফ চৌধুরী, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনক’র সভাপতি মোশাহেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন-এর সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া।
আমেরিকান বাঙালী হিন্দু ফাউন্ডেশন: বর্ষীয়ান রাজনীতিবিদ, সংসদ সদস্য ও সংবিধান বিশেষজ্ঞ সুরঞ্জিত সেনগুপ্তের মহাপ্রয়ানে আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন নিউইয়র্কের জ্যামাইকাস্থ মহামায়া মন্দিরে এক শোক ও প্রার্থনা সভার আয়োজন করে। গত শনিবার (৪ ফেব্রুয়ারী) গোধূলির একটু আগে আগে তার মৃত্যু সংবাদ নিউইয়র্কে পৌছলে এখানকার বাঙ্গালী কম্যুনিটি শোকে মুহ্যমান হয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে শোক ও প্রার্থনা সভার আয়োজন করে মহামায়া মন্দির কর্তৃপক্ষ। এতে বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন। ভক্তরা বিদেহী আত্মার সদ্গতি কামনায় যার যার ইস্টদেবতার নিকট প্রার্থনা করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিত্ব ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করতে গিয়ে হিন্দু ফাউন্ডেশন-এর প্রেসিডেন্ট ও সাবেক ছাত্রলীগ নেতা শ্যামল চক্রবর্তী বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ট এবং আজীবন জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এই কথা নির্দ্বিধায় বলা যায় সুরঞ্জিত সেনগুপ্তের তুলনা তিনি নিজেই। তার সাথে কারও তুলনা করা যায় না।
সংগঠনের জেনারেল সেক্রেটারি প্রদীপ দাস প্রয়াত নেতাকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত সব সময় দেশের নির্যাতিত নিপীড়িত সংখ্যালঘুদের পাশে ছিলেন। রাজনৈতিক ও দেশের সার্বিক বাস্তবতায় হয়তো তিনি সংখ্যালঘুদের ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেননি কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি । শোক প্রকাশ করে আরও বক্তব্য রাখেন নৃপেন ধর, অনুকুল অধিকারী, রমেশ নাথ এবং নীলকমল ভৌমিক। এরপর ভক্তগন এক মিনিট নিরবতা পালন ও প্রার্থনা করেন।
অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন দেবাশীস দেব, নীলকমল ভৌমিক, ঝুলন সেন, কাবেরি ধর, সহদেব তালুকদার, গোপাল সাহা প্রমুখ। শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন অনুকুল অধিকারী এবং শ্রীমদ্ভাগবতম আলোচনা করেন নৃপেন ধর। যন্ত্র সঙ্গত করেন পরেশ নাথ, গৌর বিশ্বাস, লিটন চৌধুরি। সন্ধ্যারতি ও পৌরোহিত্য করেন স্বপন চ্যাটারজী।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

যুক্তরাষ্ট্র আ. লীগসহ বিভিন্ন সংগঠনের শোক

প্রকাশের সময় : ১২:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭

নিউইয়র্ক: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাবেক সংসদ বিষয়ক উপদেষ্টা ও সাবেক রেলমন্ত্রী, বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান, ভাটি বাংলার সিংহ পূরুষ খ্যাত অ্যাডভোকেট সুরঞ্জিত সেন গুপ্ত এম পি’র মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ তাকে একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক বলিষ্ঠ রাজনীতিককে হারালো। তার শূন্যত পূরণ হবার নয়। উল্লেখ্য, ৫ জানুয়ারী রোববার (বাংলাদেশ সময় ভোর রাত ৪:১০ মিনিট) ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে ইহলোক ত্যাগ করেন। আরো উল্লেখ্য, ১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে জন্ম নেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তিনি রেলমন্ত্রী হন। পরবর্তীতে তাকে দফতরবিহীন মন্ত্রী করা হয়। সুরঞ্জিত সেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি পাশের পর আইন পেশায় যুক্ত হন। তিনি বর্তমান সংসদের আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার কাউন্সিলেরও সদস্য ছিলেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সংসদ বিষয়ক উপদেষ্টা ও সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট সুরঞ্জিত সেন গুপ্ত এমপির মৃত্যুতে গভীর শোক করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম ফজলুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দলের শোক বার্তায় প্রেরিত শোক প্রকাশকারী অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আকতার হোসেন, সৈয়দ বসরাত আলী, মাহাবুবুর রহমান, আবুল কাশেম, শামছুদ্দীন আজাদ, লুৎফর করিম ও ডা. মো. আলী মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, চন্দন দত্ত ও আব্দুর রহিম বাদশা, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আবুল মনসুর খান, মহিলা সম্পাদিকা শিরিন আক্তার দিবা, প্রচার সম্পাদক হাজী এনাম, বন ও পরিবেশ সম্পাদক নূর আলম চৌধুরী, শিল্প ও বাণিজ্য ফরিদ আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মিজবাহ আহমেদ, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলেয়মান আলী, যুব ও ক্রীড়া সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, সাংস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, ইমিগ্রেশন সম্পাদক আব্দুর রহমান মামুন, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি এবং সদস্য শাহানারা রহমান, ডেনী চৌধুরী, হিন্দোল কদের বাপ্পা, শরফ সরকার, জহিরুল ইসলাম, মুজিবুল মওলা, শামছুল আবেদিন, রফিক পাটোয়ারী, আক্তার আহমেদ চৌধুরী, নূর নবী চৌধুরী, রেজায়ুল করিম চৌধুরী, মোস্তফা কামাল পাশা, মোহাসীন রিপন, খোরশেদ খন্দকার, আব্দুল হামীদ, আলাউদ্দিন জাহাঙ্গীর, শরীফ কামরুল হীরা, শামসুল আবদীন, আলী হোসেন গজনবী, আমিনুল ইসলাম কলিন্স, আতাউল গনি আসাদ, আজাহার হোসেন লিটন, হাসান মাসুক, কায়কোবাদ খান, এম আনোয়ার প্রমূখ।
ড সিদ্দিকুর রহমান: ঢাকা থেকে প্রেরীত এক শোক বার্তায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান অ্যাডভোকেট সুরঞ্জিত সেন গুপ্ত এমপির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি বলেন তার মৃত্যুতে জাতি অমূল্য সম্পদ হারিয়েছে যা কখনো পুর্রণ হবে না। ড. সিদ্দিক সুরঞ্জিত সেন গুপ্ত’র দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে বলেন, সত্তরের প্রাদেশিক পরিষদে তিনি ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য। স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদসহ চার দশকের প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি।
স্বেচ্ছাসেবক লীগ: যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার ও সাধারণ সম্পাদক সুবল দেবনাথ এক শোক বার্তায় প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত’র দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা স্মরণ করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, তার মৃত্যুতে জাতি অমূল্য সম্পদ হারিয়েছে। যা কখনো পূরণ হবার নয় ।
নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগ: বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিঞা ও সাধারণ সম্পাদক শাহীন আজমল। শোক বার্তায় তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পুরণ হবার নয়। নেতৃবৃন্দ এই বর্ষীয়ান নেতার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও অভিজ্ঞ পার্লমেন্টারিয়ান বাবু সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। সংগঠনের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী শোক বার্তায় প্রয়াত এই নেতার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞপন করেন।
এছাড়াও পৃথক পৃথক শোক বার্তায় অ্যাডভোকেট সুরঞ্জিত সেন গুপ্তের পরলোকগমনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইনক’র সভাপতি আব্দুল মুকিত চৌধুরী মারুফ ও সাধারণ সম্পাদক ডি চৌধুরী অমিত, ওসমানী স্মৃতি পরিষদ ইউএসএ’র সভাপতি নজমুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস-এর সভাপতি শাহেদ আহমেদ ও সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র সভাপতি জোসেফ চৌধুরী, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনক’র সভাপতি মোশাহেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন-এর সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া।
আমেরিকান বাঙালী হিন্দু ফাউন্ডেশন: বর্ষীয়ান রাজনীতিবিদ, সংসদ সদস্য ও সংবিধান বিশেষজ্ঞ সুরঞ্জিত সেনগুপ্তের মহাপ্রয়ানে আমেরিকান বাঙ্গালী হিন্দু ফাউন্ডেশন নিউইয়র্কের জ্যামাইকাস্থ মহামায়া মন্দিরে এক শোক ও প্রার্থনা সভার আয়োজন করে। গত শনিবার (৪ ফেব্রুয়ারী) গোধূলির একটু আগে আগে তার মৃত্যু সংবাদ নিউইয়র্কে পৌছলে এখানকার বাঙ্গালী কম্যুনিটি শোকে মুহ্যমান হয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে শোক ও প্রার্থনা সভার আয়োজন করে মহামায়া মন্দির কর্তৃপক্ষ। এতে বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন। ভক্তরা বিদেহী আত্মার সদ্গতি কামনায় যার যার ইস্টদেবতার নিকট প্রার্থনা করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিত্ব ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করতে গিয়ে হিন্দু ফাউন্ডেশন-এর প্রেসিডেন্ট ও সাবেক ছাত্রলীগ নেতা শ্যামল চক্রবর্তী বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ট এবং আজীবন জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এই কথা নির্দ্বিধায় বলা যায় সুরঞ্জিত সেনগুপ্তের তুলনা তিনি নিজেই। তার সাথে কারও তুলনা করা যায় না।
সংগঠনের জেনারেল সেক্রেটারি প্রদীপ দাস প্রয়াত নেতাকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত সব সময় দেশের নির্যাতিত নিপীড়িত সংখ্যালঘুদের পাশে ছিলেন। রাজনৈতিক ও দেশের সার্বিক বাস্তবতায় হয়তো তিনি সংখ্যালঘুদের ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেননি কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি । শোক প্রকাশ করে আরও বক্তব্য রাখেন নৃপেন ধর, অনুকুল অধিকারী, রমেশ নাথ এবং নীলকমল ভৌমিক। এরপর ভক্তগন এক মিনিট নিরবতা পালন ও প্রার্থনা করেন।
অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন দেবাশীস দেব, নীলকমল ভৌমিক, ঝুলন সেন, কাবেরি ধর, সহদেব তালুকদার, গোপাল সাহা প্রমুখ। শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন অনুকুল অধিকারী এবং শ্রীমদ্ভাগবতম আলোচনা করেন নৃপেন ধর। যন্ত্র সঙ্গত করেন পরেশ নাথ, গৌর বিশ্বাস, লিটন চৌধুরি। সন্ধ্যারতি ও পৌরোহিত্য করেন স্বপন চ্যাটারজী।