যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্বাধীনতা দিবস পালন
- প্রকাশের সময় : ০৭:৪৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬
- / ৬৩০ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি সেন্টারে ২৭ মার্চ রোববার মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সামসুদ্দীন আজাদের সভাপতিত্ব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলয়াত, গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কারণে আজ আমরা বাংলাদেশী, না হলে পাকিস্তানের গোলামী করতে হতো ।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন, বশারত আলী ও আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক ফারুর আহমেদ, আব্দুর রহিম বাদশা ও চন্দন দত্ত, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, ও হাকিকুল ইসলাম খোকন, অথ সম্পাদক আবুল মনসুর খান, আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার, দপ্তর সম্পাদক প্রৌকশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, সদস্য গোলাম মাওলা খোর্শেদ, খন্দকার কামরুল ইসলাম হিরা, মোহাম্মষ আব্দুল হামিদ, বিপ্লব গোয়াজ নবী, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ আলম, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানাজ মমতাজ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ফরিদা আলভি গিনি, নিউইয়র্ক স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সেবুল মিয়া, শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ নেতা সাওখায়াত বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুজ্জামান সরদার, সহ সভাপতি দুরুদ মিয়া রণেল, কবির আলী ও অতুল রায় সাধারণ সম্পাদক সুবল দেব নাথ, সবুজ গোলাম কিবরিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি জেড, এ জয়, বর্তমান সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন আখন্দ। উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ এবং বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।