নিউইয়র্ক ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্র আ. লীগের সাংবাদিক সম্মেলন : কেন্দ্রের নির্দেশে সাধারণ সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, নিজাম-পারভীন সহ ৮ জনকে কারণ দর্শানো নোটিশ : সামাদ আজাদ ভারপ্রাপ্ত সম্পাদক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫
  • / ১০৩৬ বার পঠিত

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যকার বিরোধ ও দুই নেতার নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী কমিটির পৃথক পৃথক সভা, অভিযোগ পাল্টা অভিযোগ আর বহিস্কার পাল্টা বহিষ্কারের ঘটনার পর অবশেষে কেন্দ্র হস্তক্ষেপ করেছে। সেই সাধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদিকা আইরীন পারভীনসহ ৮ জনকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। এদিকে সাধারণ সম্পাদককে অব্যহতি দেয়ার পর সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আহুত জরুরী সাংবাদিক সম্মেলনে এসব কথা জানানো হয়েছে।
সিটির জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে গত ১২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় (নিউইয়র্ক সময়) আয়োজিত জণাকীর্ণ এই সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ ঘোষণা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মনিটরিং করে থাকেন এবং ঢাকা থেকে জয় কেন্দ্রের নির্দেশের কথা অবহিত করেছেন।
USA AL_12 Dec'2015যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সাংবাদিক সম্মেলনে উল্লেখযোগ্য দলীয় নেতৃবৃন্দের মধ্যে সহ সভাপতি আবুল কাশেম, লুৎফুল করিম ও শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সাইফুল ইসলাম রহিম ও ডা. মাসুদুল হাসান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ বখতিয়ার, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, প্রবাসী বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, কার্যকরী সদস্য শাহানা রহমান ও হিন্দাল কাদির বাপ্পা, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ ও সাধারণ সম্পাদক ফরিদ আলম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম চৌধুরী, মাহবুবুর রহমান টুকু, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহনাজ ও সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমীন, আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা শেখ আতিকুল ইসলাম, সুবল দেবনাথ, আব্দুল মালেক, আব্দুল হামিদ, শহীদ কামরুল হীরা, হোসেন সোহেল রানা, সাখাওয়াত বিশ্বাস, জাহাঙ্গীর আলম, আশফাক মাসুদ, এম এ আলম বিপ্লব, সেলিনা সুলতানা, রুমানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, গত ৬ ও ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ কার্যকরি কমিটির নামে সাধারণ সভা আহবান করে, যা সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সম্পূর্ণরূপে অবৈধ, অগঠনতান্ত্রিক এবং তার ক্ষমতার এখতিয়ারের বাইরে। যা গঠনতন্ত্রের ২২ ও ২২(ক) ধারার সুস্পষ্ট লংঘন। উক্ত সভায় অতিউৎসাহী হয়ে যোগ দেয় বাংলাদেশে থাকা দলের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আইরীন পারভীন। আহুত সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিসহ সকল নেতা-কর্মীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দলের মধ্যে বিভেদ সৃষ্টির অপপ্রয়াস চালায়। এমন কি সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কুৎসা রটনা করে সকল মিডিয়ায় প্রচার করে। এমন সংবাদ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাসহ দলের হাই কমান্ডের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের মাধ্যমে সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদকে অব্যাহতি দেয়ার নির্দেশ এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত অব্যাহতি বহাল রাখার সিদ্ধান্ত দেন। একই সাথে যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, আইরীন পারভীনসহ উক্ত সভার আয়োজনে সম্পৃক্ত সকলকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের জন্য বলা হয় এবং এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার নির্দেশ দেন। এই নির্দেশ ১২ ডিসেম্বর ২০১৫ থেকে কার্যকর হবে। আরো যাদের কারণ দর্শনো নোটিশ প্রদান করা হয় তারা হলেন সহ সভাপতি মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন ও আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া (হাজী এনাম), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং উপ- প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি। যাদের কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে তাদেরকে আগামী এক সপ্তাহর মধ্যে জবাব প্রানের জন্য নির্দেশ প্রদান করা হলো। উক্ত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থ হলে তারা দল থেকে অব্যাহতিপ্রাপ্ত হিসাবে গণ্য হবেন।
SAJJADসাংবাদিক সম্মেলনে বলা হয়: সাজ্জাদুর রহমান সাজ্জাদের ছেলে লুৎফর রহমান সুইটকে নবীন লীগ নামে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে তার অনুমোদন ব্যতিরেকে উপদেষ্টা বানিয়ে তার নামে চাঁদাবাজি করার অপরাধে জনসম্মুখে নোটিশ দিয়ে তার অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকতে সকলকে অবহিত করা হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. সিদ্দিকুর রহমান। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন থেকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দলের মধ্যে একাধিক যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রয়েছেন। তাই অব্যহতি বা কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তদের অনুপস্থিতিতে দলের কর্মকান্ড পচিালনায় কোন অসুবিধা হবে না।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাজ্জাদুর রহমান সাজ্জাদকে কেন্দ্র অব্যহতি দেয়া কথা জানার পর শনিবার দুপুরে তার প্রতিক্রিয়া জানার জন্য বার্তা সংস্থা ইউএনএ’র পক্ষ থেকে সাজ্জাদুর রহমান সাজ্জাদের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ইউএনএ’র ফোন কলটি ম্যাসেজে চলে যায় এবং ম্যাসেজ রাখার পরও তিনি কল ব্যাপক করেননি বলে তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামকেও সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য ১০/১২ বছর আকে কেন্দ্র থেকে অব্যাহতি দেয়া হয়েছিলো। তার অব্যহতি আজো বহাল রয়েছে। সাজ্জাদুর রহমান সাজ্জাদ বছর তিনেক আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন।
এর আগে দলীয় সূত্রে বলা হয়: পরিবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদকে সাসপেন্ড করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সাসপেন্সন আজ শনিবার (১২ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া দলের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী এবং আইরিন পারভিনকে কারন দর্শানোর নোটিশ প্রদানের জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দীকুর রহমানকে নির্দেশ প্রদান করা হয়।
অপরদিকে যুক্তরাষ্ট্রে নবীন লীগ গঠন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান এবং তার পুত্রের বিরুদ্ধে অর্থ সংগ্রহ, নবীন লীগের উপদেষ্টা হিসাবে সজীব ওয়াজেদ জয়ের নাম ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমানকে জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে সাসপেন্ড করেন।
এক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন নবীন লীগ বলে বাংলাদেশ আওয়ামী লীগের কোন সহযোগী বা অঙ্গসংগঠন নেই। নবীন গঠন থেকে সবাইকে বিরত থাকার অহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

যুক্তরাষ্ট্র আ. লীগের সাংবাদিক সম্মেলন : কেন্দ্রের নির্দেশে সাধারণ সম্পাদক সাজ্জাদকে অব্যাহতি, নিজাম-পারভীন সহ ৮ জনকে কারণ দর্শানো নোটিশ : সামাদ আজাদ ভারপ্রাপ্ত সম্পাদক

প্রকাশের সময় : ০৯:০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যকার বিরোধ ও দুই নেতার নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী কমিটির পৃথক পৃথক সভা, অভিযোগ পাল্টা অভিযোগ আর বহিস্কার পাল্টা বহিষ্কারের ঘটনার পর অবশেষে কেন্দ্র হস্তক্ষেপ করেছে। সেই সাধে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদিকা আইরীন পারভীনসহ ৮ জনকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। এদিকে সাধারণ সম্পাদককে অব্যহতি দেয়ার পর সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আহুত জরুরী সাংবাদিক সম্মেলনে এসব কথা জানানো হয়েছে।
সিটির জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে গত ১২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় (নিউইয়র্ক সময়) আয়োজিত জণাকীর্ণ এই সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ ঘোষণা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মনিটরিং করে থাকেন এবং ঢাকা থেকে জয় কেন্দ্রের নির্দেশের কথা অবহিত করেছেন।
USA AL_12 Dec'2015যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সাংবাদিক সম্মেলনে উল্লেখযোগ্য দলীয় নেতৃবৃন্দের মধ্যে সহ সভাপতি আবুল কাশেম, লুৎফুল করিম ও শামসুদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সাইফুল ইসলাম রহিম ও ডা. মাসুদুল হাসান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ বখতিয়ার, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, প্রবাসী বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, কার্যকরী সদস্য শাহানা রহমান ও হিন্দাল কাদির বাপ্পা, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ ও সাধারণ সম্পাদক ফরিদ আলম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম চৌধুরী, মাহবুবুর রহমান টুকু, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহনাজ ও সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমীন, আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা শেখ আতিকুল ইসলাম, সুবল দেবনাথ, আব্দুল মালেক, আব্দুল হামিদ, শহীদ কামরুল হীরা, হোসেন সোহেল রানা, সাখাওয়াত বিশ্বাস, জাহাঙ্গীর আলম, আশফাক মাসুদ, এম এ আলম বিপ্লব, সেলিনা সুলতানা, রুমানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, গত ৬ ও ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ কার্যকরি কমিটির নামে সাধারণ সভা আহবান করে, যা সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সম্পূর্ণরূপে অবৈধ, অগঠনতান্ত্রিক এবং তার ক্ষমতার এখতিয়ারের বাইরে। যা গঠনতন্ত্রের ২২ ও ২২(ক) ধারার সুস্পষ্ট লংঘন। উক্ত সভায় অতিউৎসাহী হয়ে যোগ দেয় বাংলাদেশে থাকা দলের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আইরীন পারভীন। আহুত সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিসহ সকল নেতা-কর্মীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে দলের মধ্যে বিভেদ সৃষ্টির অপপ্রয়াস চালায়। এমন কি সভাপতি ড. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কুৎসা রটনা করে সকল মিডিয়ায় প্রচার করে। এমন সংবাদ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাসহ দলের হাই কমান্ডের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের মাধ্যমে সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদকে অব্যাহতি দেয়ার নির্দেশ এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত অব্যাহতি বহাল রাখার সিদ্ধান্ত দেন। একই সাথে যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, আইরীন পারভীনসহ উক্ত সভার আয়োজনে সম্পৃক্ত সকলকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের জন্য বলা হয় এবং এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার নির্দেশ দেন। এই নির্দেশ ১২ ডিসেম্বর ২০১৫ থেকে কার্যকর হবে। আরো যাদের কারণ দর্শনো নোটিশ প্রদান করা হয় তারা হলেন সহ সভাপতি মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন ও আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া (হাজী এনাম), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং উপ- প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি। যাদের কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে তাদেরকে আগামী এক সপ্তাহর মধ্যে জবাব প্রানের জন্য নির্দেশ প্রদান করা হলো। উক্ত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদানে ব্যর্থ হলে তারা দল থেকে অব্যাহতিপ্রাপ্ত হিসাবে গণ্য হবেন।
SAJJADসাংবাদিক সম্মেলনে বলা হয়: সাজ্জাদুর রহমান সাজ্জাদের ছেলে লুৎফর রহমান সুইটকে নবীন লীগ নামে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে তার অনুমোদন ব্যতিরেকে উপদেষ্টা বানিয়ে তার নামে চাঁদাবাজি করার অপরাধে জনসম্মুখে নোটিশ দিয়ে তার অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকতে সকলকে অবহিত করা হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. সিদ্দিকুর রহমান। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন থেকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দলের মধ্যে একাধিক যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রয়েছেন। তাই অব্যহতি বা কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তদের অনুপস্থিতিতে দলের কর্মকান্ড পচিালনায় কোন অসুবিধা হবে না।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাজ্জাদুর রহমান সাজ্জাদকে কেন্দ্র অব্যহতি দেয়া কথা জানার পর শনিবার দুপুরে তার প্রতিক্রিয়া জানার জন্য বার্তা সংস্থা ইউএনএ’র পক্ষ থেকে সাজ্জাদুর রহমান সাজ্জাদের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ইউএনএ’র ফোন কলটি ম্যাসেজে চলে যায় এবং ম্যাসেজ রাখার পরও তিনি কল ব্যাপক করেননি বলে তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামকেও সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য ১০/১২ বছর আকে কেন্দ্র থেকে অব্যাহতি দেয়া হয়েছিলো। তার অব্যহতি আজো বহাল রয়েছে। সাজ্জাদুর রহমান সাজ্জাদ বছর তিনেক আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন।
এর আগে দলীয় সূত্রে বলা হয়: পরিবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদকে সাসপেন্ড করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সাসপেন্সন আজ শনিবার (১২ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া দলের যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী এবং আইরিন পারভিনকে কারন দর্শানোর নোটিশ প্রদানের জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দীকুর রহমানকে নির্দেশ প্রদান করা হয়।
অপরদিকে যুক্তরাষ্ট্রে নবীন লীগ গঠন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান এবং তার পুত্রের বিরুদ্ধে অর্থ সংগ্রহ, নবীন লীগের উপদেষ্টা হিসাবে সজীব ওয়াজেদ জয়ের নাম ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমানকে জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে সাসপেন্ড করেন।
এক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন নবীন লীগ বলে বাংলাদেশ আওয়ামী লীগের কোন সহযোগী বা অঙ্গসংগঠন নেই। নবীন গঠন থেকে সবাইকে বিরত থাকার অহ্বান জানান।