যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের কর্মী সভা ৭ মে রোববার

- প্রকাশের সময় : ০৫:২২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭
- / ২৬১৩ বার পঠিত
নিউইয়র্ক: আগামী ৭ মে রোববার বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির এক কর্মী সভা আহ্বান করা হয়েছে। সিটির জ্যাকসন হাইটসস্থ মামুন টিউটোরিয়ালে ঐদিন সন্ধ্যা ৭টায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।
যুক্তরাষ্ট্র যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: আগামী ২০১৯ সালে অনুষ্ঠিতব্য বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশ আওয়ামী প্রস্তুতি নিচ্ছে। ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছাড়া অন্য কোন পথ নেই। কেননা আওয়ামী লীগ জনগণের দল এবং গণতন্ত্রে বিশ্বাসী দেশের স্বাধীনতায় নেতৃত্বদানকারী গৌরববাহী দল। তাই আওয়ামী লীগের প্রতি দেশ ও জনগণের অধিকার সহ চাওয়া-পাওয়ার শেষ নেই। যুক্তরাষ্ট্র যুবলীগ মনে করে দল, দেশ ও জনগণের প্রয়োজনে আগামী নির্বাচনে দেশের ন্যায় প্রবাসের যুবলীগ নেতা-কর্মীদের অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালনে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পাশে দাঁড়াতে হবে। আরো শক্তিশালী করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত। এজন্য যুক্তরাষ্ট্র যুবলীগের করণীয় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামী ৭ মে রোববার যুবলীগের এক কর্মী সভা আহ্বান করা হয়েছে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসস্থ মামুন টিউটোরিয়ালে ঐদিন সন্ধ্যা ৭টায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। সভাটি সফল করতে যুক্তরাষ্ট্র যুবলীগ ছাড়াও নিউইয়র্ক ষ্টেট, সিটি ও সকল বরো কমিটি যুবলীগ নেতৃবৃন্দকে যথাসময়ে উক্ত কর্মী সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি।