ম্যানহাটনে ট্রাক হামলা : নিহত ৮
- প্রকাশের সময় : ০২:০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
- / ৫২২ বার পঠিত
নিউইয়র্ক: ম্যানহাটনের ডাউন টাউনে ট্রাক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন আটজন। গুলিবিদ্ধ অবস্থায় হামলাকারীকে আটকের পর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নিউইয়র্ক সিটির ওয়েস্ট স্ট্রীট বিটুইন চেম্বার স্ট্রীটে মঙ্গলবার বিকাল ৩টা পাঁচ মিনিটে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউইয়র্ক সিটি পুলিশ। ঘটনার পর সিটি ও রাজ্য প্রশাসনের সাথে তদন্তে মাঠে নেমেছে এফবিআই। তবে, এটি বড় ধরণের সন্ত্রাসি হামলা কিনা সে বিষয়টি নিশ্চিত না করা হলেও, অধিকতর তদন্ত শেষে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সিটি ও রাজ্য প্রশাসন।
এদিকে, পুলিশ হেফাজতে চিকিৎসাধীন নিউইয়র্কে ট্রাক হামলাকারীর পরিচয় প্রকাশিত হয়েছে। সিবিএস নিউজের এক্সুসিভ একটি সংবাদে হামলকারীর ছবি ও নাম প্রকাশ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যের বরাতে জানা গেছে, হামলাকারি নাম সাইফুল্লা হাবিবুল্লাহ। ২৯ বছর বয়সী এ হামলাকারী উজবেকিস্তানের নাগরিক। ২০১০ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ফ্লোরিডা থেকে নিউইয়র্কে এসে এ হামলা চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
অপরদিকে, রাজ্য গর্ভনর এ হামলাকে সন্ত্রাসী হামলা না বলে, দাবী করেছেন, হামলাকারী একাকিত্ব বা অন্য কোন কারণে এমনটি ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিউইয়র্ক সিটি ও রাজ্য প্রশাসন এ হামলাকে বড় ধরণের সন্ত্রাসী হামলা দাবী না করলেও, ঘটনাটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একটি টুইট বার্তাও পাঠান। এরপর আরেকটি টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের আইএস’র প্রবেশ ঠেঁকানো’সহ মধ্যপ্রাচ্য ইস্যুতে নিজ প্রশাসন নীতির কিছু ইঙ্গিতও তুলে ধরেন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প। টাইম টেলিভিশন