নিউইয়র্ক ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মোহাম্মদী সেন্টারের উদ্যোগ ফেসবুক লাইভে তারাবী/জুমা ও ঈদুল ফিতর জামাত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
  • / ১৩৮ বার পঠিত

নিউইয়র্ক: জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টার, করোনা পরিস্থিতির কারণে নিউইয়র্কের মসজিদসমূহ বন্ধ থাকায় মুসল্লিদের সীমাহীন আহাজারির কথা বিবেচনা করে অবশেষে ফেসবুক লাইভে তারাবী, জুমআ ও ঈদুল ফিতর জামাতের ব্যবস্থা গ্রহণ করেছে। চাঁদ দেখা সাপেক্ষ বৃহষ্পতিবার ২৩ এপ্রিল, রাত ১০ টা ৪০ মিনিটের সূরা তারাবী মোহাম্মদী সেন্টার থেকে ইমাম কাজী কাইয়্যুম এই অপেন ফেসবুক আইডিতে যুক্ত হয়ে ঘর থেকেই পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধব সহ অংশগ্রহণ করা যাবে। একইভাবে ফেসবুক লাইভ অনলাইনে প্রতি শুক্রবার নিউইয়র্ক সময় বেলা ২ টায় জুমার নামাজের জামাতেও মুসল্লিরা অংশগ্রহণ করতে পারবেন।
গত ১৭ এপ্রিল, শুক্রবার দুপুর দু’টায় পরীক্ষামূলকভাবে প্রচারিত মোহাম্মদী সেন্টারের জুমা জামাতে প্রচুর সংখ্যক মুসল্লী পরিবার নিউইয়র্কের সকল বরো, লং আইল্যান্ড ও ট্রাইষ্টেট থেকে যোগ দিয়ে স্বস্থির নি:শ্বাসে আত্মতৃপ্তি লাভ করেছেন। সবাইকে অংশ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। যেহেতু নিউইয়র্কে লকডাউনের সময় সীমা ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং বাতাসে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাব্য সতর্কতার জন্য জুন পর্যন্ত সিটির বাইরে দেয়া দেয়া সকল পারমিট বাতিল করা হয়েছে। সেজন্য নিউইয়র্ক ঈদগার একটি মাত্র জামাত সকাল ৯:৩০ টায় ফেসবুক লাইভে মোহম্মদী সেন্টার থেকে সরসরি আদায় করা হবে। (চাঁদ দেখা সাপেক্ষে) আগামী ২৪ মে, শুক্রবার উত্তর আমেরিকায় ঈদুল ফেতরের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ! মোহাম্মদী সেন্টার-এর নিয়মিত ও লাইভে অংশগ্রহণকারী মুসল্লিবৃন্দ সহ সকল শুভাকাঙ্খীদের পক্ষ থেকে উত্তর আমেরিকা, বাংলাদশ সহ পৃথিবীর যেকোন প্রান্তে থাকা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশীকে জানাচ্ছি মাহে রামাদান ও আগাম ঈদুল ফেতরের অনেক অনেক শুভেচ্ছা। সাথে সাথে আমরা কায়মনোবাক্যে মহান ¯্রষ্টার মহা সমীপে তাওবা ও প্রার্থনা করছি যে, আমাদের গোনাহর কারণে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে করোনাভাইরাস নামী জীবন হরণকারী এই আপদ যেনো দয়া করে যত দ্রæত সম্ভব উঠিয়ে নিয়ে আমাদেরকে আবারো স্বাভাবিক জীবন যাপন ফিরিয়ে দেন। যারা শাহাদত বরণ করেছেন, তাঁদের দরজা বুলন্দ করেন ও যারা অসুস্থ আছেন, তাদেরকে আরোগ্য দান করেন। প্রতিদিনের তারাবী ও জুমা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এবারের ফেতরা জনপ্রতি (মিনি) ১৫ ডলার ধার্য্য করা হয়েছে। মোহাম্মদী সেন্টারে অনুদান, জাকাত ও ফেতরা পৌঁছানো ও যেকোন অনুসন্ধানের জন্য যোগাযোগ করতে মেহেরবাণী পূর্বক যোগাযোগ ((৭১৮-৪৯৬-৯৩৭৭) করুন। -প্রেস বিজ্ঞপ্তি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

মোহাম্মদী সেন্টারের উদ্যোগ ফেসবুক লাইভে তারাবী/জুমা ও ঈদুল ফিতর জামাত

প্রকাশের সময় : ১২:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০

নিউইয়র্ক: জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টার, করোনা পরিস্থিতির কারণে নিউইয়র্কের মসজিদসমূহ বন্ধ থাকায় মুসল্লিদের সীমাহীন আহাজারির কথা বিবেচনা করে অবশেষে ফেসবুক লাইভে তারাবী, জুমআ ও ঈদুল ফিতর জামাতের ব্যবস্থা গ্রহণ করেছে। চাঁদ দেখা সাপেক্ষ বৃহষ্পতিবার ২৩ এপ্রিল, রাত ১০ টা ৪০ মিনিটের সূরা তারাবী মোহাম্মদী সেন্টার থেকে ইমাম কাজী কাইয়্যুম এই অপেন ফেসবুক আইডিতে যুক্ত হয়ে ঘর থেকেই পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধব সহ অংশগ্রহণ করা যাবে। একইভাবে ফেসবুক লাইভ অনলাইনে প্রতি শুক্রবার নিউইয়র্ক সময় বেলা ২ টায় জুমার নামাজের জামাতেও মুসল্লিরা অংশগ্রহণ করতে পারবেন।
গত ১৭ এপ্রিল, শুক্রবার দুপুর দু’টায় পরীক্ষামূলকভাবে প্রচারিত মোহাম্মদী সেন্টারের জুমা জামাতে প্রচুর সংখ্যক মুসল্লী পরিবার নিউইয়র্কের সকল বরো, লং আইল্যান্ড ও ট্রাইষ্টেট থেকে যোগ দিয়ে স্বস্থির নি:শ্বাসে আত্মতৃপ্তি লাভ করেছেন। সবাইকে অংশ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। যেহেতু নিউইয়র্কে লকডাউনের সময় সীমা ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং বাতাসে ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাব্য সতর্কতার জন্য জুন পর্যন্ত সিটির বাইরে দেয়া দেয়া সকল পারমিট বাতিল করা হয়েছে। সেজন্য নিউইয়র্ক ঈদগার একটি মাত্র জামাত সকাল ৯:৩০ টায় ফেসবুক লাইভে মোহম্মদী সেন্টার থেকে সরসরি আদায় করা হবে। (চাঁদ দেখা সাপেক্ষে) আগামী ২৪ মে, শুক্রবার উত্তর আমেরিকায় ঈদুল ফেতরের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ! মোহাম্মদী সেন্টার-এর নিয়মিত ও লাইভে অংশগ্রহণকারী মুসল্লিবৃন্দ সহ সকল শুভাকাঙ্খীদের পক্ষ থেকে উত্তর আমেরিকা, বাংলাদশ সহ পৃথিবীর যেকোন প্রান্তে থাকা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশীকে জানাচ্ছি মাহে রামাদান ও আগাম ঈদুল ফেতরের অনেক অনেক শুভেচ্ছা। সাথে সাথে আমরা কায়মনোবাক্যে মহান ¯্রষ্টার মহা সমীপে তাওবা ও প্রার্থনা করছি যে, আমাদের গোনাহর কারণে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে করোনাভাইরাস নামী জীবন হরণকারী এই আপদ যেনো দয়া করে যত দ্রæত সম্ভব উঠিয়ে নিয়ে আমাদেরকে আবারো স্বাভাবিক জীবন যাপন ফিরিয়ে দেন। যারা শাহাদত বরণ করেছেন, তাঁদের দরজা বুলন্দ করেন ও যারা অসুস্থ আছেন, তাদেরকে আরোগ্য দান করেন। প্রতিদিনের তারাবী ও জুমা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এবারের ফেতরা জনপ্রতি (মিনি) ১৫ ডলার ধার্য্য করা হয়েছে। মোহাম্মদী সেন্টারে অনুদান, জাকাত ও ফেতরা পৌঁছানো ও যেকোন অনুসন্ধানের জন্য যোগাযোগ করতে মেহেরবাণী পূর্বক যোগাযোগ ((৭১৮-৪৯৬-৯৩৭৭) করুন। -প্রেস বিজ্ঞপ্তি।