মেয়র এরিকের সেলফোন আইপ্যাড জব্দ করেছিলো এফবিআই

- প্রকাশের সময় : ০৮:১৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
- / ৫৬ বার পঠিত
হককথা ডেস্ক: নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের সেলফোন ও আইপ্যাড জব্দ করেছিলো এফবিআই। নির্বাচনের সময় তার ক্যাম্পেইনে তহবিল সংগ্রহে দুর্নীতি তদন্তের অংশ হিসেবে চলতি সপ্তাহের গোড়ার দিকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন মেয়রর ব্যবহৃত ইলেক্ট্রিনক ডিভাইজগুলো নিয়ে যায়। নিউইয়র্ক টাইমস এসব তথ্য জানিয়েছে।
খবরে প্রকাশ, অন্তত দুটি সেলফোন ও একটি আইপ্যাড ছিলো এই তালিকায়। ২০২১ সালে হাইজোনার’র ক্যাম্পেইন তুরস্ক সরকারের সঙ্গে যোগসাজশে সম্পন্ন হয়েছিলো। আর তাতে তুরস্ক সরকার ও অন্যান্য সূত্র থেকে মেয়রের নির্বাচন তহবিলে সরাসরি অর্থ যোগান দেওয়া হয়। এদিকে মেয়র এরিক অ্যাডামসের ক্যাম্পেইন অ্যাটর্নি বয়ড জনসন জানিয়েছেন, কেন্দ্রীয় কর্তৃপক্ষকে এক্ষেত্রে সবধরনের সহায়তা করেছেন।
‘কেন্দ্রীয় তদন্তের পর জানা গেছে, কোনো একজন ব্যক্তি অস্বাভাবিক কিছু একটা করেছেন। তদন্তের প্রতি সহায়ক হতে ও স্বচ্ছ থাকতে বিষয়গুলো দ্রুতই তদন্তকারীদের জানানো হয়েছে,’ এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। গত ৬ নভেম্বর সোমবার রাতে একটি কর্মসূচির পর এফবিআই’র কর্মকর্তারা মেয়র এরিক অ্যাডামসের কাছে যান। এসময় দ্রুতই মেয়র তার কাছে থাকা ই-মেইল ডিভাইসগুলো কর্মকর্তাদের দিয়ে দেন। তদন্তে সব ধরনের সহায়তা করেন মেয়র, জানান বয়ড জনসন। তবে কোন ব্যক্তির আচরণে অস্বাভাবিকতা পাওয়া গেছে তা স্পষ্ট করা হয়নি এই বিবৃতিতে। আর এরিক অ্যাডামস নিজে বলেছেন, আইন প্রয়োগকারী সংস্থার একজন সাবেক সদস্য হিসেবে, আমি চাই আমার কার্যালয়ের সকল সদস্য আইন মেনে চলবে এবং এই তদন্তে পূর্ণাঙ্গ সহায়তা দেবে। আর আমি সেটাই করে যাবো। আমার লুকোনোর কিছু নেই।
এদিকে, রোববার (১২ নভেম্বর) মেয়র এরিক অ্যাডামস এই ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আমি সত্যিই যেটা চাই তা হচ্ছে এই তদন্ত শেষ হোক। এফবিআই’র তদন্তে পূর্ণাঙ্গ সহযোগিতা করার কথা পুনর্ব্যাক্ত করেন মেয়র। আমাদের এক সাথে কাজটি করতে হবে, যাতে সকল সত্যই বেরিয়ে আসে, বলেন মেয়র অ্যাডামস। রোববার সকালে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ৫৮৭ মেমোরিয়া সার্ভিসে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মেয়র। এক মিনিটেরও কম সময় তিনি সাংবাদিকদের সামনে কাটান। এসময় তিনি বলেন, এটি কথা বলার স্থান নয়। আপনারা জানেন আমরা গত মঙ্গলবারই (৭ নভেম্বর) কিছু প্রশ্ন তুলে ধরেছি। আর তার ফল কি হয়, সেটাই দেখার অপেক্ষায় রয়েছি।