মিসবাহ মানবাধিকার, ফরিদ শিল্প ও বাণিজ্য সম্পাদক মনোনীত

- প্রকাশের সময় : ১০:২৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০১৬
- / ৪০২০ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র যুবলীগের ঐক্যের স্বার্থে যুবলীগ ছেড়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে যোগ দিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের দীর্ঘদিনের সভাপতি মিসবাহ আহমেদ ও সাধারণ সম্পাদক ফরিদ আলম। ১৭ সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মিসবাহ আহমেদকে সংগঠনের মানবাধিকার সম্পাদক পদে আর ফরিদ আলমকে শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে মনোনীত করেছে। খবর ইউএনএ’র।
জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে শক্তিশালী করতে দলীয় সকল অঙ্গ সংগঠনের মধ্যকার দ্বিধা-বিভক্তি দূর করার নির্দেশ এসেছে সভাপতি ড. সিদ্কিুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের কাছে। এই নির্দেশের আলোকে অবশেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্দেশ ও পরামর্শে দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধের পথে। আর এই প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিধা-বিভক্ত যুবলীগকে ঐক্যবদ্ধ করতে যুবলীগের দুই শীর্ষ নেতা মিসবাহ আহমেদ ও ফরিদ আলমকে আওয়ামী লীগে অন্তর্ভূক্ত করা হয়। এর আগে বিবদমান যুবলীগের দুই গ্রুপের নেতৃবৃন্দ ঐক্য প্রক্রিয়ায় মিলিত হন।
এদিকে ১৮ সেপ্টেম্বর রোববার রাতে এক আনন্দঘন পরিবেশে সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ মিসবাহ আহমেদ ও সাধারণ সম্পাদক ফরিদ আলমকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন। এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এম ফজলুর রহমান, সহ সভাপতি সৈয়দ বসারত আলী ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, যুব বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, কার্যকরী পরিষদদ সদস্য শাহানারা রহমান প্রমুখ নেতৃবৃন্দ সহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নব মনোনীত মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম রোববার রাতে ইউএনএ প্রতিনিধির কাছে প্রদত্ত এক প্রতিক্রিয়ায় তাদের নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা আর জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা‘র কর্মসূচী বাস্তবায়নে ভূমিকা রাখাই হবে আমাদের প্রধান কাজ।