বিজ্ঞাপন :
মিসবাহউজ্জামানের নিউইয়রক স্টেট অ্যাসেম্বলী’র প্রোক্লেমেশন লাভ

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৬:২৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
- / ৬৫৮ বার পঠিত
নিউইয়র্ক: কমিনিউটির পরিচিত মুখ টিবিএন২৪ টেলিভিশনের মার্কেটিং ম্যানাজার, অ্যাক্টিভিস্ট, সংগঠক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এ,এফ, মিসবাহউজ্জামানকে কমিনিউটিতে নিরলস কাজের অবদান রাখার জন্য নিউইয়রক স্টেট অ্যাসেম্বলী কত্রিক প্রোক্লেমেশন প্রদান করা হয়। গত ১৯ জুলাই রোববার কুইন্স-এর ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় সাউথ এশিয়ান অ্যাকশন নেটওয়ার্ক আয়োজিত সাউথ এশিয়ান কনভেনশন-২০১৮ এ তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই সময় বিপুল সংখ্যক মূলধারার রাজনীতিবীদ, অ্যাসেম্বলীম্যান, কাউন্সিলম্যান, কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ সহ বাংলাদেশী কমিনিউটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি।