মিশিগানে ওসমানী স্মৃতি পরিষদের সভা অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ০১:১৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ৬৭ বার পঠিত
বিশেষ প্রতিনিধি: জাতির সূর্য সন্তান জেনারেল এমএজি ওসমানী আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ চরম ভাবে অবহেলিত। অথচ ওসমানী-এই নামের সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশ ও বাঙালীর গৌরবগাঁথা, আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। তিনি আমাদের দলান্ধ ও অসুস্থ রাজনীতির এক নির্মম শিকার। যথাযোগ্য মর্যাদায় তাঁর জন্ম-মৃত্যু দিবস পালন দূরের কথা এই মহান বীরের অমর কর্ম স্মরণে রাষ্ট্রের অনীহা পীড়া দায়ক। আমরা যেন ভুলে যেতে বসেছি এই বীরকে! ওসমানী স্মৃতি পরিষদ মিশিগান আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এমন অভিমত রাখেন।
মিশিগান রাজ্যের ওয়ারেন শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে রোববার (২০ জুলাই) বিকেলে এই সভার আয়োজন করা হয়। স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল হক এতে সভাপতিত্ব করেন ।পবিত্র কোরআন থেকে মাসুক আহমেদের তেলাওয়তের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরিষদের সাধারণ সম্পাদক প্রবীন আইনজীবী কমিউনিটি নেতা আব্দুর রহমান জেনারেল ওসমানীর বিশাল কর্মময় জীবনের নানা দিকের আলোকপাত করে প্রারম্বিক বক্তব্য দেন।
সভায় অন্যান্যের মধ্য কমিউনিটি নেতা গোলাম ইয়াজদানী চৌধুরী, বিশিষ্ট আইনজীবী মহব্বত খাঁন, জ্যৈষ্ঠ সাংবাদিক হেলাল উদদীন রানা, অধ্যাপক জাফর ওবায়েদ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র আইনজীবী ও পরিষদ নেতা আব্দুর রহিম।
সভায় বক্তারা বলেন, ঢাকার রেসকোর্সে ময়দানে ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানীকে আসতে না দেয়ার মধ্য দিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল তা এখনও চলমান রয়েছে। আমাদের বর্তমান প্রজন্ম জেনারেল ওসমানীকে তেমন জানেই না। আমাদের পাঠ্যক্রমে এই মহান বীরের আত্ম-পরিচয়,জীবন কর্ম ও গৌরবগাঁথা অনুপস্থিত। রাষ্ট্র এই দায় কোন ভাবেই এড়াতে পারে না। ওসমানী সহ আমাদের জাতীয় সকল নেতৃবৃন্দ ও বীরদের যথাযথ সম্মান ও মর্যাদা ব্যাতিরেখে আমরা কোন ভাবেই নিজেদের মর্যাদামান জাতি হিসাবে দাবী করতে পারি না।
সভায় পাঠ্যক্রমের সর্বস্তরে ওসমানীর পরিচয়, কর্ম ও জীবনালেখ্য সংযোজন, যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জন্ম-মৃত্যু দিবস পালন, ওসমানীর নামে প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠান ও স্থাপনার রাষ্ট্রীয় ভাবে সংরক্ষণ, সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ বিমানবন্দর হিসাবে বাণিজ্যিক ভাবে চালু করা সহ বেশকিছু প্রস্তাবনা গৃহীত হয়।
ব্যতিক্রমী এই সভায় মিশিগানের বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।