মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকার নতুন কমিটি গঠিত
- প্রকাশের সময় : ০২:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
- / ৬০১ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী মানিকগঞ্জবাসীদের সামাজিক সংগঠন মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকার নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম আজম ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ রাসেদ মিয়া। গত ১ জানুয়ারী সোমবার অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়।
সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মনিউর রহমান জাহাঙ্গীর এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ তৈয়বুর রহমান হারুন। খবর ইউএনএ’র।
সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন যথাক্রমে সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ও কোষাধ্যক্ষ লুৎফর রহমান। সভায় উপস্থিত সকল মানিকগঞ্জবাসী রিপোর্ট দুটি গ্রহণ করলে তা পাস হয়। সভায় আলোচনায় অংশ নেন মোসলেহ উদ্দিন খান সেলিম, জাহিদুল ইসলাম, আহসান হাবীব, আব্দুস সালাম আজম, লুৎফর রহমান, জিকরুল আমিন জুয়েল, ওমর ফারুক খসরু, মোহাম্মদ আমীন ফারুক প্রমুখ।
সভায় সমিতির আজীবন সদস্যদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এজন্য সভায় আহসান হাবীব, জিকরুলর আমিন জুয়েল, মনিউর রহমান জাহাঙ্গীর ও আবু সুফিয়ানের ভূয়সী প্রশংসা করা হয়।
সভায় বিদায়ী সভাপতি মনিউর রহমান জাহাঙ্গীর এবং বিদায়ী সাধারণ সম্পাদক আবু সুফিয়ান তাদের বক্তব্যে তাদের দায়িত্ব পালনে সবার সহযোগিতার জন্য সকল প্রবাসী মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোহাম্মদ তৈয়বুর রহমান হারুন তার বক্তব্যে সকল প্রবাসী মানিকগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ থেকে সমিতিকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। এই সংগঠন প্রবাসী মানিগঞ্জবাসীদের প্রাণের সংগঠন এবং মানিকগঞ্জবাসীদের মুখপত্র। সংগঠনের ভাবমূর্তী অক্ষুন্ন রাখতে তিনি সবার সুদৃষ্টি কামনা করেন।
সভার দ্বিতীয় পর্বে আগামী দুই বছরের (২০১৮-২০১৯) জন্য কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি আব্দুস সালাম আজম, সিনিয়র সহ সভাপতি এ এইচ খন্দকার জগলু এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ রাসেদ মিয়া-কে প্রথমবারের মতো সবার সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। উপস্থিত সকলে করতালীর মাধ্যমে নতুন কর্মকর্তাদের স্বাগত জানান। পূর্নাঙ্গ কমিটি পরবর্তীতে আলোচনার মাধ্যমে গঠন করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।