নিউইয়র্ক ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মাদকমুক্ত থাকতে তরুণদের খেলাধুলায় ব্যস্ত রাখার আহবান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • / ৭০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি : জ্যাকসন হাইটস-এর নবান্ন রেস্টুরেন্টের পার্টি সেন্টারে গত ১০ জানুয়ারী সোমবার সন্ধ্যায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর ৫০ বছর পূর্তি উপলক্ষে কেরাম প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওজন পার্ক স্পোর্টস ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশীদের প্রথম হোমকেয়ার বাংলা সিডিপ্যাপে-এর প্রেসিডেন্ট, লেখক, মূলধারার রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। অন্যতম আয়োজক শাহবাজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহসীন মিয়া লাল এবং বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের এবং সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জেবিবিএ’র কর্মকর্তারা অতিথি হিসেবে প্রতিযোগিতা উপভোগ করেন।
অনুষ্ঠানে আবু জাফর মাহমুদ টুর্নামেন্ট উদ্বোধন করে বলেন, বর্তমানে আমাদের কমিউনিটিতে মাদকের ধ্বংসলীলা চলছে। মাদক সেবনে নতুন প্রজন্মের অনেকে হারিয়ে যাচ্ছে। তাদের পরিবার ধূলিস্যাৎ হয়ে যাচ্ছে। কিন্তু দেখার কেউ নেই। আমাদের সকলের উচিত প্রবাসে জন্মগ্রহণকারী ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে রক্ষা করা। আজ আমার ভালো লাগছে যে আমাদের নতুন প্রজন্ম একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। তারা মাদকের পেছনে না গিয়ে খেলাধূলার আয়োজন করেছে। শরীর ভালো রাখার একমাত্র উপায় খেলাধূলা করা। নতুন প্রজন্ম পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় ব্যস্ত থাকলে তাদের আর সর্বনাশা ড্রাগের দিকে যেতে হবে না। কারণ তাদের মনে খেলাধূলাই থাকবে। অন্য বাজে কোন চিন্তা করার সুযোগ হবে না।

তিনি বলেন, আমি সবসময় এ ধরনের ভালো কাজে আছি এবং আগামীতেও থাকবো। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান খেলাধূলার পাশাপাশি বাংলাদেশকে ধারণ করার জন্য। কারণ তারা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখেই এই আয়োজন করেছেন।

ডা. ওয়াজেদ এ খান বলেন, তরুনরা আমাদের শক্তি। কিন্তু সেই তরুণদের হতে হবে শিক্ষিত, স্বাস্থ্যবান এবং সমাজের জন্য অপরিহার্য। কিন্তু কেউ যদি মাদক গ্রহন করে সে আমাদের সমাজ তথা কমিউনিটির জন্য বোঝা। সুতরাং শক্তিশালী, শিক্ষিত এবং সুন্দর আগামী প্রজন্মের জন্য আমাদের দরকার খেলাধুলায় নিজেদেরকে আরও সম্পৃক্ত করা।

আবু তাহের তার বক্তব্যে বলেন, আজকের তরুণরাই আমাদের কমিউনিটির ভবিষ্যত। সুতরাং সবাইকে মাদকমুক্ত থাকতে খেলাধুলায় জড়াতে হবে। মাদক পরিহার করতে হবে। মাদকমুক্ত তরুণরাই পারে আমাদের কমিউনিটিকে শক্তিশালী করতে।

শাহবাজ আহমেদ জানান, এই টুর্নামেন্টে প্রায় ৪০টি দল অংশগ্রহণ করে। বিকেল থেকে ভোররাত পর্যন্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট শেষে রাতেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
হককথা / এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মাদকমুক্ত থাকতে তরুণদের খেলাধুলায় ব্যস্ত রাখার আহবান

প্রকাশের সময় : ১২:০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২

বিশেষ প্রতিনিধি : জ্যাকসন হাইটস-এর নবান্ন রেস্টুরেন্টের পার্টি সেন্টারে গত ১০ জানুয়ারী সোমবার সন্ধ্যায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর ৫০ বছর পূর্তি উপলক্ষে কেরাম প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওজন পার্ক স্পোর্টস ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশীদের প্রথম হোমকেয়ার বাংলা সিডিপ্যাপে-এর প্রেসিডেন্ট, লেখক, মূলধারার রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। অন্যতম আয়োজক শাহবাজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহসীন মিয়া লাল এবং বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের এবং সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জেবিবিএ’র কর্মকর্তারা অতিথি হিসেবে প্রতিযোগিতা উপভোগ করেন।
অনুষ্ঠানে আবু জাফর মাহমুদ টুর্নামেন্ট উদ্বোধন করে বলেন, বর্তমানে আমাদের কমিউনিটিতে মাদকের ধ্বংসলীলা চলছে। মাদক সেবনে নতুন প্রজন্মের অনেকে হারিয়ে যাচ্ছে। তাদের পরিবার ধূলিস্যাৎ হয়ে যাচ্ছে। কিন্তু দেখার কেউ নেই। আমাদের সকলের উচিত প্রবাসে জন্মগ্রহণকারী ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে রক্ষা করা। আজ আমার ভালো লাগছে যে আমাদের নতুন প্রজন্ম একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। তারা মাদকের পেছনে না গিয়ে খেলাধূলার আয়োজন করেছে। শরীর ভালো রাখার একমাত্র উপায় খেলাধূলা করা। নতুন প্রজন্ম পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় ব্যস্ত থাকলে তাদের আর সর্বনাশা ড্রাগের দিকে যেতে হবে না। কারণ তাদের মনে খেলাধূলাই থাকবে। অন্য বাজে কোন চিন্তা করার সুযোগ হবে না।

তিনি বলেন, আমি সবসময় এ ধরনের ভালো কাজে আছি এবং আগামীতেও থাকবো। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান খেলাধূলার পাশাপাশি বাংলাদেশকে ধারণ করার জন্য। কারণ তারা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখেই এই আয়োজন করেছেন।

ডা. ওয়াজেদ এ খান বলেন, তরুনরা আমাদের শক্তি। কিন্তু সেই তরুণদের হতে হবে শিক্ষিত, স্বাস্থ্যবান এবং সমাজের জন্য অপরিহার্য। কিন্তু কেউ যদি মাদক গ্রহন করে সে আমাদের সমাজ তথা কমিউনিটির জন্য বোঝা। সুতরাং শক্তিশালী, শিক্ষিত এবং সুন্দর আগামী প্রজন্মের জন্য আমাদের দরকার খেলাধুলায় নিজেদেরকে আরও সম্পৃক্ত করা।

আবু তাহের তার বক্তব্যে বলেন, আজকের তরুণরাই আমাদের কমিউনিটির ভবিষ্যত। সুতরাং সবাইকে মাদকমুক্ত থাকতে খেলাধুলায় জড়াতে হবে। মাদক পরিহার করতে হবে। মাদকমুক্ত তরুণরাই পারে আমাদের কমিউনিটিকে শক্তিশালী করতে।

শাহবাজ আহমেদ জানান, এই টুর্নামেন্টে প্রায় ৪০টি দল অংশগ্রহণ করে। বিকেল থেকে ভোররাত পর্যন্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট শেষে রাতেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
হককথা / এমউএ