মমতাজ কবীর আলীর ইন্তেকাল

- প্রকাশের সময় : ০৮:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
- / ৭৭১ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র অন্যতম সহ সভাপতি মোহাম্মদ অহিদুল আলম বাবুর বড় বোন মমতাজ কবীর আলী (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, এক বোন ও দুই ভাই রেখে যান। উল্লেখ্য, মরহুমা মমতাজ কবীর টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম এম শামসুল করীম নীলু মিয়ার কন্যা ছিলেন। খবর ইউএনএ’র।
জানা গেছে, গত ২১ জুলাই শনিবার বেলা ১১টা ১০ মিনিটে তিনি ঢাকাস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি নানা রোগে ভুগছিলেন এবং সর্বশেষ তাকে লাইভ সাপোর্ট দিয়ে বাঁচানোর চেষ্টা চলছিলো। মরহুমার মদেহ ঐদিন রাতেই টাঙ্গাইল কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র অন্যতম সহ সভাপতি মোহাম্মদ অহিদুল আলম বাবুর বড় বোন মমতাজ কবীর আলী’র ইন্তেকালে প্রবাসী টাঙ্গাইলবাসীদের পক্ষে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়াও বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র সহ সভাপতি মোহাম্মদ অহিদুল আলম বাবু’র বড় বোন মমতাজ কবীর আলী’র ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।