মন্তব্য প্রতিবেদন : প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা
																
								
							
                                - প্রকাশের সময় : ০৭:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
 - / ৩৪ বার পঠিত
 
এইচ বি রিতা: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানী আগামী মঙ্গলবার (৮ নভেম্বর) নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জয়ী হন, তবে তিনি ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন। সোমবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, ‘একজন কমিউনিস্ট শহরের নেতৃত্বে এলে নিউইয়র্ক সিটি আরও খারাপ হবে, এবং আমি প্রেসিডেন্ট হিসেবে ভালো টাকার পেছনে খারাপ টাকা ঢালতে চাই না।’
তিনি নিউইয়র্কবাসীদের সতর্ক করেছেন যেন তারা মঙ্গলবারের মেয়র নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে ভোট না দেন। ট্রাম্প পোস্টে আরও লিখেছেন, ‘কার্টিস স্লিওয়াকে ভোট দেওয়া মানে মামদানিকেই ভোট দেওয়া।’ সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে নিউইয়র্কের ভোটারদের অ্যান্ড্রু কুওমোকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প লিখেছেন, ‘আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার কাছে আসলে কোনো বিকল্প নেই। আপনাকে তাকে ভোট দিতেই হবে এবং আশা করতে হবে তিনি দারুণ কাজ করবেন। তিনি সেটা পারেন, মামদানী পারেন না!’
ট্রাম্প এই নির্বাচনে কুওমোকেই সমর্থন জানিয়েছেন। একজন প্রেসিডেন্টের পক্ষে এমন ঘোষণা দেয়া কী উপযুক্ত?
																			












