মঙ্গলবার ঈদুল আযহা : নিউইয়র্কে জামাত কখন, কোথায়

- প্রকাশের সময় : ০৫:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ৩২ বার পঠিত
হককথা রিপোর্ট: মঙ্গলবার (২০ জুলাই) পবিত্র ঈদুল আযহা। নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার ধর্মপ্রাণ মুসলমানগণ ধর্মীয় ভাবগম্বীর পরিবেশে ঈদুল আযহা উদযাপন করবেন। ঈদুল আযহা মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। ঈদুল আযহা উদযাপনের অন্যতম প্রধান কর্মকান্ড হচ্ছে ঈদের নামাজ আদায় করার পর সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পশু কোরবানী। সেই লক্ষ্যে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থবিধি মেনেই নিউইয়র্কের বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নেয়া হয়েছে এবং মসজিদগুলো নামাজ অদায়ের সময়সূচীও ঘোষণা করেছে। কোথাও কোথাও খোলা মাঠে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে। নামাজের জন্য জায়নামাজ সাথে আনা এবং মুখে মাস্ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
জেএমসি: নিউইয়র্কে বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত অন্যতম শীর্ষস্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এ এবার ঈদুল আযহার একটি জামাত অনুষ্ঠিত হবে স্থানীয় টমাস এডিসন হাইস্কুল মাঠে সকাল ৮টায়। এখানে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা থাকবে। আবহাওয়া খারাপ থাকলে বা বৃষ্টি হলে জেএমসি ভবনে ৪/৫টি জামাত হবে বলে সংশ্লিস্ট সূত্রে জান গেছে।
আমেরিকান মুসলিম সেন্টার: আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদুল আযহার তিনটি জামাত হবে। প্রথম জাত হবে মসজিদ ভবনে সকাল সোয়া ৬টায়। এরপর রুফস কিং পার্কে ঈদের জামাত হবে সকাল ৮টায় এবং সকাল ১০টায়। বৃষ্টি হলে মসজিদ ভবনেই ঈদের জামাত হবে।
মসজিদ আল আরাফা: জ্যামাইকার মসজিদ আল আলাফা (আরাফা ইসলামিক সেন্টার)-এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহার একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় স্থানীয় সুসান বি এন্থনী স্কুলের খোলা মাঠে। বৃষ্টি হলে মসজিদেও ভিতওে ৪টি জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৬টায়, সকাল ৭টায়, সকাল সাড়ে ৮টায় আর সকাল সাড়ে ৯টায়। এখানে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা থাকবে।
মসজিদ মিশন: জ্যামাইকার ‘হাজী ক্যাম্প মসজিদ’ নামে পরিচিদ মসজিদ মিশনে ঈদুল আযহার ৩টি নামাজ অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৬টায়, সকাল ৭টা ও সকাল সাড়ে ৮টায়।
দারুস সালাম মসজিদ: জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদুল আযহার ৪টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টায়, সকাল ৮টায়, সাড়ে ৮টায়, সকাল ৯টায় এবং সকাল ১০টায়। সকল মুসল্লীকে মুখে মাস্ক ব্যবহার এবং সাথে জায়নামাজ সাথে আনার অনুরোধ করেছেন মসজিদ কর্তৃপক্ষ।
আল আমীন জামে মসজিদ: এস্টোরিয়ার আল আমীন জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার-এ ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে ৩৬ ও ৩৭ এভিনিউর মাঝে সকাল ৮টায়। আবহাওয়া খারাপ থাকলে মসজিদ ভবনে পর্যায়ক্রমে ঈদের জামাত হবে তিনটি।
মোহাম্মদী সেন্টার: জ্যাসকন হাইটসের মোহাম্মদী সেন্টরের উদ্যোগ অনুমতি সাপেক্ষে ডাইভারসিটি প্লাজায় ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা। পাশাপাশি অনলাইনে নামাজ আদায়ের ব্যবস্থা থকবে।
মদিনা মসজিদ: ম্যানহাটানের মদিনা মসজিদের উদ্যোগে স্থানীয় পার্কে ঈদের জামাত হবে একটি সকাল সাড়ে ৮টায়। বৃষ্টি হলে মসজিদ ভবনে দুটি জামাত হবে যথাক্রমে সকাল ৮টা ও ৯টায়।
এছাড়াও জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, ব্রæকলীনের বাংলাদেশ মসলিম সেন্টার, বায়তুল জান্নাহ ইসলামিক সেন্টার, ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদ সহ অন্যান্য মসজিদের উদ্যোগে ঈদের নামাজ আদয়ের উদ্যোগ নেয়া হয়েছে।