মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী ১৭ নভেম্বর
- প্রকাশের সময় : ১০:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪
- / ১০৯১ বার পঠিত
আফ্রো-এশিয়া, ল্যাতিন আমেরিকার অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আগামী ১৭ নভেম্বর সোমবার। দিনটি স্মরণে নিউইয়র্কে পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ভাসানী স্মৃতি পরিষদ: মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পরিষদ, নিউইয়র্ক-এর উদ্যোগে ঐদিন (১৭ নভেম্বর, সোমবার) সন্ধ্যঅ ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিক, সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। অনুষ্ঠানটি সফল করতে আয়োজক কমিটির আহ্বায়ক আজহারুল হক মিলন, প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান, সদস্য সচিব নাজমুল আলম শ্যামল, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার তুহিন ও যুগ্ম সদস্য সচিব ইকতারুজ্জামান রতন প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভাসানী ফাউন্ডেশন: মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন, নিউইয়র্ক, ইউএসএ ২৩ নভেম্বর রোববার বিকেল সাড়ে ৫টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ কাবাব কিং রেষ্টুরেন্ট মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। ‘৫ জানুয়ারীর নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, সাবেক কূটনীতিক ও শিক্ষাবীদ প্রফেসর মোহাম্মদ সিরাজুল ইসলাম। আলোচনায় অংশ নেবেন প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক দেওয়ান শামসুল আরেফীন ও সেক্রেটারী আলী ইমাম সেমিনারে অংশ নেয়ার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান অনুরোধ জানিয়েছেন।