ভূয়া ও মৌসুমী ট্যাক্স ফাইলিং প্রতিষ্ঠান থেকে সাবধান
- প্রকাশের সময় : ১১:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০১৫
- / ৮৮৩ বার পঠিত
নিউইয়র্ক: চলতি সালের ট্যাক্স ফাইলিং শুরু হয়েছে। ইতিমধ্যেই অনেকেই ট্যাক্স ফাইলিং-এর বাধ্যবাধকতা পূরণে সক্রিয় হয়েছেন। এবছর প্রায় সকলের ট্যাক্স ফাইলিং অতিব গুরুত্বপূর্ণ। যেকোনভাবে বছরে ১০০ ডলারের বেশী আয় করলে সেই ব্যক্তির জন্য ট্যাক্স ফাইলিং বাধ্যতামূলক। এবার ফেডারেল সুযোগ-সুবিধা বিশেষ করে ওবামাকেয়ার ও পারিবারিক ভিসায় আতœীয়-স্বজনকে যুক্তরাষ্ট্রে আনার ব্যাপারে ট্যাক্স ফাইলিং-এর কোন বিকল্প নেই। ট্যাক্স ফাইলিং-এর জন্য নিজের ট্যাক্স নিজে ফাইল করাই উত্তম। কিন্তু আয়-ব্যয়ের জটিলতার কারণে অনেকের পক্ষে তা সম্ভব হয় না। তাই বেশীর ভাগ মানুষই সিপিএ ফার্মের সহযোগিতা গ্রহণ করেন। এই সুযোগে কমিউনিটিতে গত কয়েক বছর ধরে লক্ষ্য করা গেছে ট্যাক্স সিজন শুরু হলেই দেখা যায় বেশ কিছু নামসর্বস্ব, টেবিল-কম্পিউটার সর্বস্ব প্রতিষ্ঠান মিডিয়ায় চটকদার বিজ্ঞাপন দিয়ে ট্যাক্স ফাইলিং-এ আগ্রহীদের আকৃষ্ট করছে। ১৫ এপ্রিলের পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। ভবিষ্যতে বড় বিপদ এড়াতে এই সকল প্রতিষ্ঠান থেকে সতর্ক হওয়া এবং সাবধান হওয়া খুবই জরুরী। কেননা, ট্যাক্স ফাইলিং-এর মাধ্যমে এই সকল অপেশাদার ও মৌসুমী ট্যাক্স ফাইলিং প্রতিষ্ঠানসমূহ একজন নাগরিকের অতিব গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য যেমন সম্পূর্ণ নাম, সোস্যাল সিকিউরিটি নস্বর ও ঠিকানা সংগ্রহে সক্ষম হয় যা পরবর্তীতে আইডেনটিটি থ্রেটের মাধ্যমে বিভিন্ন ক্রেডিট সংক্রান্ত অপকর্মে ব্যবহৃত হতে পারে। এই বিষয়টি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভয়াবহ প্রথম ৫টি ক্রাইমের একটিতে পরিণত হয়েছে।
অভিজ্ঞ এবং আইআরএস’র লাইসেন্সধারী প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও ট্যাক্স ফাইলিং পরবর্তীতে সমূহ বিপদের কারণ হয়ে উঠতে পারে। ট্যাক্স ফাইলিং-এর ক্ষেত্রে জাল এবং ভূয়া নথিপত্র ব্যবহার না করার জন্য সকলের সতর্কতা থাকা প্রয়োজন। (সাপ্তাহিক পরিচয়)