ভারত কর্তৃক গঙ্গা চুক্তি লংঘন ও বাংলাদেশের উজানে একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে ২৫ ফেব্রুয়ারী জাতিসংঘের সামনে সমাবেশ
- প্রকাশের সময় : ০৮:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০১৫
- / ৮৪১ বার পঠিত
নিউইয়র্ক: আন্তুর্জাতিক ফারাক্কা কমিটির উদ্যোগে নিউইর্য়কে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সংগে ফারাক্কা কমিটির এক মতবিনিময় সভা গত ২৫ জানুয়ারী রোববার জ্যাকসন হাইটসের ফুডকোর্ট রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আতিকুর রহমান সালু। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা।
সভায় ২৫ ফেব্রুয়ারীর উক্ত সমাবেশ কে সফল করার জন্য একটি সাব কমিটি গঠিত হয়। গঠিত কমিটির কনভেনর জাকির হাওলাদার ও সদস্য সচিব নাজমুল আলম শ্যামল। কমিটির অন্যান্য সদস্য হলেন আবুল এম আজাদ, মির্জা আজম এবং এম এ বাতিন। সভায় সিদ্ধান্ত হয় যে, সমাবেশে বিভিন্ন সংগঠন তার নিজ নিজ ব্যানার নিয়ে আসতে পারবেন।
সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন আবুল এম আজাদ, তাসের মাহমুদ, গিয়াস আহমেদ, এডভোকেট মজিবর রহমান, জয়নাল আবেদীন, আজহারুল মিলন, সাব্বির আহমেদ লস্কর, হযরত আলী, ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, হাকিকুল ইসলাম খোকন প্রমুখ নেতৃবৃন্দ। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সহ-সভাপতি আবু তালেব চান্দু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে মনির হোসেন, লুৎফর রহমান, নূরদিদা খান, এম এ রাজ্জাক, এম সিদ্দিক পল্লভ, কাজী ফৌজিয়া, তৌমুর জাকারিয়া, রাজু আহমেদ, এম ডি জনি, মোহাম্মদ রাশেদ চৌধুরী ও শামীম আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভার অপর এক প্রস্তাবে অবিলম্বে সরকারের প্রতি জাতিসংঘের ষষ্ঠ কমিটিতে বাংলাদেশের নদী-পানির অধিকার আদায়ের দাবি উত্থাপন করার জন্য আহ্বান জানানো হয়। সভায় দল-মতের উর্দ্ধে উঠে সবাইকে ২৫ ফেব্রুয়ারীর জাতিসংঘের সামনে সমাবেশ কে সফল করার জন্য উদ্যার্থ আহ্বান জানানো হয়।