ব্রুকলীনে সন্দ্বীপ সোসাইটির প্রথম বর্ণাঢ্য পথমেলা
- প্রকাশের সময় : ০৩:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫
- / ৭০৯ বার পঠিত
নিউইয়র্ক: প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ‘সন্দ্বীপ সোসাইটি ইউএসএ ইনক’র বর্ণিল আয়োজনে পথমেলা ১৩ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত হয়। প্রবাসে দেশীয় সংস্কৃতিকে মুলধারায় ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজন করা হয় সুন্দর এই মেলার। সন্দ্বীপ সোসাইটির আয়োজনে এই পথমেলা ছিল প্রথম। চমৎকার ইভেন্টে সাজানো মেলায় সকল ভেদাভেদ ভুলে দল ও মতের উর্ধে উঠে জড়ো হয় সব বয়সের প্রবাসী বাংলাদেশীরা। হাজার হাজার লোকের পদভারে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে সবাই। ঝালমুড়ি-চটপটির ঝালে, কমলা লেবুর শরবত, মহিলাদের শাড়ি-গয়নার দোকানে গিয়ে দর কষাকষিতে আর জনপ্রিয় শিল্পীদের আধুনিক গান, গ্রাম বাংলার পল্লীগীতি, ভাটিয়ালী, ভাওয়াইয়া, লোক সঙ্গীতসহ দেশজ গানে ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকা রোববারে পরিণত হয়ে উঠেছিল ‘মিনি বাংলাদেশ’ হিসেবে।
মেলা উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাকছুদুর রহমানের পরিচালনায় বেলা ২.৩০ মিনিটে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু। এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান পান্না, মেলা উদযাপন কমিটির আহবায়ক জামাল উদ্দিন রিপন, প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন, সমন্বয়কারী আলহাজ্ব আবু তাহের, সোসাইটির উপদেষ্টার মুক্তিযোদ্ধা বাবরউদ্দিন, উপদেষ্টা ও সাবেক সভাপতি মোদাচ্ছের মিয়া, লুৎফুল করিম, রাজনীতিবিদ মোস্তফা কামাল পাশা বাবুল, চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী আজম, সাবেক সহসভাপতি মাকসুদুল হক চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, মূলধারার নেতা মামনুনুল হক, সোসাইটির কর্মকর্তা এ.কে মিয়া হানিফ, শাহাবুদ্দীন রানা, সাইফুল ইসলাম, মোস্তাক হায়দার রাজধন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম সোহেল, আরিফ আর চৌধুরী, এস.উদ্দিন, আব্দুল হান্নান, ওসমান গণি মাইসার, ওয়ালিদুর ইসলাম, কামাল উদ্দিন, খাদেমুল মূলক, ইব্রাহীম মামুন, মঞ্জুর কাদের সোহাগ, মেজবাহ উদ্দিন মনির, মোহাম্মদ হামিদ, মোহাম্মদ আবেদ উল্লাহ, কাউসার সর্দার, জাফর ইসলাম প্রমুখ।
মেলায় সোসাইটির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান পান্না বলেন, সুদুর প্রবাসে বসবাস করলেও আমাদের হাজার বছরের কৃষ্টি-কালচারকে ভূলতে পারিনা। প্রতিনিয়ত আমাদের মন দেহ মা, মাটি ও মানুষের কাছে যেতে চাই। আমরা শেকড়কে খুজঁতে থাকি। সে তাগিদে সন্দ্বীপ সোসাইটি ব্রুকলীনের প্রাণকেন্দ্রে পথমেলার আয়োজন করেছে। এটাই সোসাইটির ব্যানারে প্রথম মেলা। পথমেলা নিছক আনন্দ উৎসবই না, এ আয়োজন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা।
ব্যতিক্রম ইভেন্টে সাজানো মেলায় হরেক রকম খাবার, পোষাক, ফ্যাশন, ষ্টেশনারী, খেলনার ষ্টল ছাড়াও ছিল দেশ ও প্রবাসের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান। মেলায় বিশেষ আকর্ষণ র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী। এতে প্রথম পুরস্কার ছিল গাড়ী, দি¦তীয় পুরস্কার গোল্ড সেট, তৃতীয় পুরস্কার এলইভি টিভি, চতুর্থ ও পঞ্চম পুরস্কার গোন্ডের চেইন। মেলার সাংস্কৃতিক পর্বে দেশ ও প্রবাসে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, লতিফ সরকার, রোকসানা মির্জা, কৃষ্ণা তিথি, শামছুন নাহার, মামনুনুল হক, সজল রায়, লান্টু ও টুলি নয়নসহ আরো অনেকে সঙ্গীত পরিবেশন করেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সাহিত্য ও বিনোদন সম্পাদক এডভোকেট আরিফ আর চৌধুরী। এ উপলক্ষে মোহাম্মদ আবেদ উল্লাহর সম্পাদনায় ‘দ্বীপালো’ নামে ম্যাগাজিন প্রকাশ করা হয়। ম্যাগাজিনের মোড়ক উম্মেচন করেন সন্দ্বীপের সন্তান সোসাইটির উপদেষ্টা রাজনীতিবিদ প্রফেসর দেলওয়ার হোসাইন।