ব্রাক্ষণবাড়িয়ায় মিঠুর মরদেহ দাফন : যুক্তরাষ্ট্র আ.লীগের শোকসভা ২২ ফেব্রুয়ারী
- প্রকাশের সময় : ১১:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৫
- / ৭০৮ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কমিউনিটির পরিচিত মুখ মরহুম জসিম উদ্দিন মিঠুর মরদেহ নিজ জেলা ব্রাক্ষবাড়িয়ায় দাফন করা হয়েছে বলে ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে। এ্যামিরাত এয়ারলাইন্সের একটি বিমানে মিঠুর মরদেহ ১২ ফেব্রুয়ারী ঢাকায় পৌছার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী এবং তার পরিবারের পক্ষে বোন লিপি মিঠুর লাশ গ্রহণ করেন। এসময় ফজিলাতুন্নেসা বাপ্পী এমপি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য শাহানারা রহমানও উপস্থিত ছিলেন। মরদেহ গ্রহণের পর স্থানীয় বিমানবন্দর সংলগ্ন অ্যাভিয়েশন জামে মসজিদে জানাজা শেষে মিঠুর মরদেহ ব্রাক্ষণবাড়িয়া নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। ঢাকায় জানাজায় সাবেক এমপি ক্যাপ্টেন (অব:) তাজ, ড. সিদ্দিকুর রহমান ও নিজাম চৌধুরী ছাড়াও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, যুবলীগ নেতা মিরু শিকদার প্রমুখ অংশ নেন।
অকালে মৃত্যুবরণকারী মিঠুর মরদেহ ব্রাক্ষণবাড়িয়া পৌছলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কান্নায় মূর্ছা যান তার মা। শেষবারের মতো দেখতে মিঠুদের বাসায় ভীড় জমান আতœীয়-স্বজনসহ তার বন্ধু, রাজনৈতিক সহকর্মীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারী রোববার দুপুরে নিউইয়র্ক সিটির জ্যামাইকাস্থ বাসা থেকে মিঠুর (৩৮) মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ১ ফেব্রুয়ারী মধ্যরাতের পর থেকে মিঠুর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। ১-৭ ফেব্রুয়ারীর মধ্যে কোন এক সময় মিঠু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর শিকার হন। সে একাকী ঐ বাসায় বসবাস করতেন। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার মিঠুর মরদেহ নিউইয়র্ক থেকে ঢাকায় পাঠানো হয়।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মরহুম জসিম উদ্দিন মিঠু বিদেহী আতœার শান্তি কামনায় দল ও দলের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ীর চাইনিজ রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হবে।
মিঠু স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও শোক সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য দল ও দলের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন (৯১৭-৪৩৯-৫৫৭৭) ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ (৩৪৭-৯৩৫-৬২৬৭) অনুরোধ জানিয়েছেন।