বৈশাখীতে এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির বৈশাখাী অনুষ্ঠান
- প্রকাশের সময় : ০৫:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০১৯
- / ৩৪০ বার পঠিত
হককথা ডেস্ক: বাংলা নববর্ষ উদযাপন করেছে এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটি। এ উপলক্ষ্যে গত ২৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বৈশাখী রেষ্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো সংক্ষিপ্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুই পর্বে বিভক্ত এ অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো আলোচনা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল বাসার মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট হাজী আব্দুর রহমান এবং গেষ্ট অব অনার ছিলেন বলাকা ওয়েলফেয়ারের সভাপতি আজহারুল ইসহাক খোকা। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন এস্টোরিয়া ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা উলফৎ আলী মোল্লা, এম আর সেলিম, বিশিষ্ট রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট আবু তালেব চৌধুরী চান্দু, মনিরুল ইসলাম, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট গীতিকার মাহফুজুর রহমান মেহফুজ, চলচ্চিত্র পরিচালক কাজল আরেফীন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন, সোহেল, আনোয়ার হোসেন, ওয়ারেশ আলী, তোফাজ্জল হোসেন, জাবেদ উদ্দিন, মাহফুজুর রহমান, মীর জাকির হোসেন সহ শতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মধ্যরাত অবদি চলা মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রমি তাজ, কাজল, প্রিন্স হাবীব, জুয়েল, মামুন ও তানিয়া। এছাড়াও নৃত্য পরিবেশন করেন সামিয়া সুলতানা। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাজী এস এ জুয়েল।(বাংলা পত্রিকা)