নিউইয়র্ক ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834
তফসিল ঘোষণা করলেন সিইসি মোহাম্মদ সোহেল হেলাল

বৃহত্তর নোয়াখালী সোসাইটি নির্বাচন ২৬ অক্টোবর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশের নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ। আগামী ২৬ অক্টোবর, রোববার এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্রæকলীনের ২০২ এভিনিউ সি-তে অবস্থিত পিএস-১৭৯ স্কুলে ভোট গ্রহণ করা হবে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল (হেলাল) ব্রæকলীনের নোয়াখালী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন। খবর ইউএনএ’র।
জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ ফারুক আহমেদ, এ কে এম ইব্রাহীম চৌধুরী ও মোহাম্মদ মোস্তাক হোসেন (মোশারফ) ছাড়াও সংগঠনের সভাপতি নাজমুল হাসান মানিক, সহ সভাপতি তাজু মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু সহ মাহবুব হোসেন, ইউনূস জসিম, রুদ্র মাসুদ, রুবেল চৌধুরী ও জামাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল (হেলাল) তার লিখিত বক্তব্যে নির্বাচনী তফসিল ঘোষণার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে নির্বাচনের ৩৫টি নিয়মাবলী প্রকাশ এবং সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ, ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর রোববার। নির্বাচনে ভোট গ্রহণ ছাড়া অন্যান্য কার্যক্রম সংগঠনের কার্যালয়ে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল জানান, নির্বাচনে সভাপতি পদে ১জন, সাধারণ সম্পাদক পদে ১জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১জন, অর্থ সম্পাদক পদে ১জন, সহ-অর্থ সম্পাদক পদে ১জন, সাংগঠনিক সম্পাদক পদে ১জন, প্রচার সম্পাদক পদে ১জন, ধর্ম ও সমাজ কল্যাণ পদে ১জন, ক্রীড়া-শিক্ষা ও সংস্কৃতি পদে ১জন, দপ্তর সম্পাদক পদে ১জন এবং কার্যকরী পরিষদ সদস্য পদে ৫জন সহমোট ১৭টি পদে নির্বাচনে অনুষ্ঠিত হবে। এসব পদের বিপরীতে পৃথক পৃথক মনোনয়ন ফি (অফেরতযোগ্য) ধার্য্য করা হয়েছে। এরমধ্যে সভাপতি পদের ফি ২ হাজার ২০০ ডলার, সহ সভাপতি (জনপ্রতি) ১ হাজার ৯০০ ডলার, সাধারণ সম্পাদক ২ হাজার ডলার, সহ সাধারণ সম্পাদক ১ হাজার ৬০০ ডলার, অর্থ সম্পাদক ১ হাজার ৫০০ ডলার, সাংগঠনিক সম্পাদক ১ হাজার ৪০০ ডলার, প্রচার, ধর্ম ও সমাজকল্যাণ এবং ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি এবং দপ্তর সম্পাদক পদের জন্য ফি ১ হাজার ৩০০ ডলার এবং কার্যকরী সদস্য (জনপ্রতি) ৬০০ ডলার ফি ধার্য্য করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন ও সংগঠনের কর্মকর্তারা জানান, সোসাইটির গঠনতন্ত্র সংশোধনের কারণে আগামীতে নির্বাচিত কার্যকরী কমিটির মেয়াদকাল তিন বছর বছরের স্থলে চার বছর হবে এবং ২০২৬ সালের ১ জানুয়ারী থেকে এই কমিটির সময়কাল শুরু হবে।
অপর এক প্রশ্নের উত্তরে সোসাইটির কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধ লক্ষ বৃহত্তর নোয়াখালীবাসী বসবাস করলেও বৃহত্তর নোয়াখালী সোসাইটির সদস্য রয়েছেন প্রায় ৭ হাজার। এদের মধ্যে বকেয়া চাঁদা পরিশোধ করে হালনাগাদ ভোটার হয়েছেন ২ হাজার ৪০৬ জন। নিয়ম অনুযায়ী এই ভোটারাই আগামী নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবেন।
উল্লেখ্য, ৫ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান হলেন- মোহাম্মদ সোহেল (হেলাল)। অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ আব্দুল মান্নান, ফারুক আহমেদ, অধ্যাপক এ কে এম ইব্রাহীম চৌধুরী ও মোহাম্মদ মোস্তাক মোশারফ।
আরো উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সামাজিক সংগঠনগুলোর মধ্যে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএনএ অন্যতম। এই সোসাইটির কার্যক্রম যেমন বেশি, সম্পদও বেশি, নিউইয়র্কে সংগঠনটির নিজস্ব ভবনসহ দুটি বাড়ি রয়েছে। এছাড়াও লং আইল্যান্ডে ১৪ মিলিয়ন ডলারের বিশাল কবরস্থান প্রকল্পের কাজ চলছে। এতো বড় প্রজেক্ট বাস্তবায়নে ইতিমধ্যেই প্রবাসী নোয়াখালীবাসী ১ দশমিক ৫ মিলিয়ন ডলার দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

তফসিল ঘোষণা করলেন সিইসি মোহাম্মদ সোহেল হেলাল

বৃহত্তর নোয়াখালী সোসাইটি নির্বাচন ২৬ অক্টোবর

প্রকাশের সময় : ১১:১৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশের নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ। আগামী ২৬ অক্টোবর, রোববার এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্রæকলীনের ২০২ এভিনিউ সি-তে অবস্থিত পিএস-১৭৯ স্কুলে ভোট গ্রহণ করা হবে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল (হেলাল) ব্রæকলীনের নোয়াখালী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন। খবর ইউএনএ’র।
জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ ফারুক আহমেদ, এ কে এম ইব্রাহীম চৌধুরী ও মোহাম্মদ মোস্তাক হোসেন (মোশারফ) ছাড়াও সংগঠনের সভাপতি নাজমুল হাসান মানিক, সহ সভাপতি তাজু মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু সহ মাহবুব হোসেন, ইউনূস জসিম, রুদ্র মাসুদ, রুবেল চৌধুরী ও জামাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল (হেলাল) তার লিখিত বক্তব্যে নির্বাচনী তফসিল ঘোষণার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে নির্বাচনের ৩৫টি নিয়মাবলী প্রকাশ এবং সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ, ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর রোববার। নির্বাচনে ভোট গ্রহণ ছাড়া অন্যান্য কার্যক্রম সংগঠনের কার্যালয়ে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল জানান, নির্বাচনে সভাপতি পদে ১জন, সাধারণ সম্পাদক পদে ১জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১জন, অর্থ সম্পাদক পদে ১জন, সহ-অর্থ সম্পাদক পদে ১জন, সাংগঠনিক সম্পাদক পদে ১জন, প্রচার সম্পাদক পদে ১জন, ধর্ম ও সমাজ কল্যাণ পদে ১জন, ক্রীড়া-শিক্ষা ও সংস্কৃতি পদে ১জন, দপ্তর সম্পাদক পদে ১জন এবং কার্যকরী পরিষদ সদস্য পদে ৫জন সহমোট ১৭টি পদে নির্বাচনে অনুষ্ঠিত হবে। এসব পদের বিপরীতে পৃথক পৃথক মনোনয়ন ফি (অফেরতযোগ্য) ধার্য্য করা হয়েছে। এরমধ্যে সভাপতি পদের ফি ২ হাজার ২০০ ডলার, সহ সভাপতি (জনপ্রতি) ১ হাজার ৯০০ ডলার, সাধারণ সম্পাদক ২ হাজার ডলার, সহ সাধারণ সম্পাদক ১ হাজার ৬০০ ডলার, অর্থ সম্পাদক ১ হাজার ৫০০ ডলার, সাংগঠনিক সম্পাদক ১ হাজার ৪০০ ডলার, প্রচার, ধর্ম ও সমাজকল্যাণ এবং ক্রীড়া, শিক্ষা ও সংস্কৃতি এবং দপ্তর সম্পাদক পদের জন্য ফি ১ হাজার ৩০০ ডলার এবং কার্যকরী সদস্য (জনপ্রতি) ৬০০ ডলার ফি ধার্য্য করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন ও সংগঠনের কর্মকর্তারা জানান, সোসাইটির গঠনতন্ত্র সংশোধনের কারণে আগামীতে নির্বাচিত কার্যকরী কমিটির মেয়াদকাল তিন বছর বছরের স্থলে চার বছর হবে এবং ২০২৬ সালের ১ জানুয়ারী থেকে এই কমিটির সময়কাল শুরু হবে।
অপর এক প্রশ্নের উত্তরে সোসাইটির কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধ লক্ষ বৃহত্তর নোয়াখালীবাসী বসবাস করলেও বৃহত্তর নোয়াখালী সোসাইটির সদস্য রয়েছেন প্রায় ৭ হাজার। এদের মধ্যে বকেয়া চাঁদা পরিশোধ করে হালনাগাদ ভোটার হয়েছেন ২ হাজার ৪০৬ জন। নিয়ম অনুযায়ী এই ভোটারাই আগামী নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবেন।
উল্লেখ্য, ৫ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান হলেন- মোহাম্মদ সোহেল (হেলাল)। অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ আব্দুল মান্নান, ফারুক আহমেদ, অধ্যাপক এ কে এম ইব্রাহীম চৌধুরী ও মোহাম্মদ মোস্তাক মোশারফ।
আরো উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সামাজিক সংগঠনগুলোর মধ্যে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএনএ অন্যতম। এই সোসাইটির কার্যক্রম যেমন বেশি, সম্পদও বেশি, নিউইয়র্কে সংগঠনটির নিজস্ব ভবনসহ দুটি বাড়ি রয়েছে। এছাড়াও লং আইল্যান্ডে ১৪ মিলিয়ন ডলারের বিশাল কবরস্থান প্রকল্পের কাজ চলছে। এতো বড় প্রজেক্ট বাস্তবায়নে ইতিমধ্যেই প্রবাসী নোয়াখালীবাসী ১ দশমিক ৫ মিলিয়ন ডলার দিয়েছেন।