বিয়ানীবাজারের দুই বিজয়ীকে শিক্ষামন্ত্রী নাহিদসহ বিশিষ্টজনের অভিনন্দন
- প্রকাশের সময় : ০৮:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬
- / ১১৪০ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ী বিয়ানীবাজারের দুই কৃতি সন্তান কামাল আহমেদ ও রিজু মোহাম্মদকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ উপজেলার বিশিষ্টজনেরা। গত ২৩ অক্টোবর বাংলাদেশ সোসাইটি ইন্ক এর নির্বাচনে সভাপতি পদে বিয়ানীবাজার উপজেলার বাউরভাগ গ্রামের কামাল আহমেদ এবং জনসংযোগ ও প্রচার সম্পাদক পদে সুপাতলা গ্রামের রিজু মোহাম্মদ বিপুলভোটে বিজয়ী হন। এই বিজয়ে তাদের আরো অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মোহাম্মদ সেলিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খানসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এক অভিনন্দন বার্তায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রবাসীরা অক্লান্ত পরিশ্রমের কারণে বিশ্বে যেমন আমাদের অবস্থান শক্তিশালী হচ্ছে, একই সাথে অর্থনৈতিকভাবে আমরা সাবলম্বী হয়েছি। প্রবাসীরা বিভিন্ন দুযোর্গে দেশের দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান, আমাদের মাঝে সাহস যোগান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ী বিয়ানীবাজারের দুই কৃতি সন্তান কমিউনিটি নেতা কামাল আহমেদ ও সাংবাদিক রিজু মোহাম্মদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাদের দায়িত্বশীল ভূমিকায় প্রবাসে আমাদের কমিউনিটি আরও শক্তিশালী হবে এ প্রত্যাশা করি।
বিরোধীদলীয় হুইপ মোহাম্মদ সেলিম উদ্দিন এমপি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সোসাইটি ইন্ক নির্বাচনে বিজয়ী বিয়ানীবাজারের দুই কৃতি সন্তানকে জানাই অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। আশাকরি আমেরিকায় বাংলাদেশী কমিউনিটির দায়িত্ব নিয়ে তারা বাংলাদেশ ও বিয়ানীবাজারের প্রতিনিধিত্ব করবেন।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান বলেন, কামাল আহমেদ একজন পরীক্ষিত প্রবাসী কমিউনিটি নেতা। সাংবাদিক রিজু মোহাম্মদ বয়সে তরুণ হলেও ইতোমধ্যে নিজ মেধায় তিনি এ অঙ্গণে নিজের অবস্থান শক্ত করেছেন। আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা বিয়ানীবাজারকে সাথে রাখবেন। তাদের শুভেচ্ছা ও অভিনন্দন।
এছাড়া আরো অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাসিব মনিয়া, উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুল ও সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আব্দুল খালিক লালু, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল কুদ্দুস টিটু, যুগ্ম আহবায়ক ছফর উদ্দিন লোদী ও জুবের আহমদ, উপজেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক দৌলা হোসেন সুবাষ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বিয়ানীবাজার উপজেলার সাবেক আহবায়ক সোহেল আহমদ রাশেদ, বর্তমান সভাপতি ওযাহিদুজ্জামান টিটন ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লোদী প্রমুখ।