বিপুল উৎসাহে বিয়ানীবাজার সমিতির নির্বাচন অনুষ্ঠিত : ‘মান্নান-মাহবুব’ প্যানেল জয়ী

- প্রকাশের সময় : ১২:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ৭১ বার পঠিত
বিশেষ প্রতিনিধি: বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। রোববার (১০ অক্টোবর) নিউইয়র্ক সিটির রিগো পার্কস্থ উডহ্যাভেন বুলেভার্ডস্থ ‘জয়া পার্টি হল’-এ এই নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘মান্নান-মাহবুব’ প্যানেল জয়ী হয়েছে। সমিতির কার্যকরী পরিষদের ১৯ পদে ‘মান্নান-মাহবুব’ আর ‘মিসবাহ-অপু’ দুই প্যানেল থেকে ৩৮জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ভোট গ্রহণ শেষে রোববার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশনের প্রধান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভোট কেন্দ্রেই ফলাফল ঘোষণা করেন। ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অপর সদস্যরা যথাক্রমে হিফজুর এম রহমান, জালাল উদ্দিন আহমেদ, কামাল চৌধুরী ও মোহাম্মদ হেলাল উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচন ঘিরে প্রবাসী বিয়ানীবাজারবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সাজ সাজ রব ছিল নিউইয়র্কের বিয়ানীবাজার পাড়া খ্যাত ওজন পার্ক। বিপুল উৎসাহ-উদ্দীপনায় প্রতিদ্ব›দ্বী দুই প্যানেলের প্রার্থী, সমর্থক আর শুভানুধ্যায়ীরা পৃথক পৃথক মিছিল করে মনোয়নপত্র দাখিল করেন। সভা-সমাবেশ করেন। সব মিলিয়ে ওজন পার্ক এলাকা পরিণত হয় একখন্ড বিয়ানীবাজারে। মেঘলা সকাল আর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হলেও অপরাহ্নে মেঘ কেটে যায়। বিপুল সংখ্যক ভোটার, সমর্থক আর শুভান্যুধায়ীদের উপস্থিতিতে জয়া হল প্রাঙ্গণ এক খন্ড বিয়ানীবাজার উপজেলায় পরিণত হয়। বিশেষ করে বৃহত্তর সিলেটের প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ নির্বাচন কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের গুরুত্ব আরো বাড়িয়ে দেন। তবে ভোট কেন্দ্রের বাইরে ফুটপাতে মাঝে-মধ্যে খানিকটা উত্তেজনা বিরাজ করলেও সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। নির্বাচনে সমিতির মোট ৫ হাজার ৩৬৭জন ভোটারের মধ্যে ৩ হাজার ২৫৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছেন।
সমিতির নির্বাচনে সভাপতি পদে সাবেক উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মান্নান ও সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক রেজাউল আলম অপু ও সদস্য নাজমুল হক মাহবুব প্রতিদ্ব›িদ্বতা করেন।
‘মান্নান-মাহবুব’ পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন: সভাপতি- মোহাম্মদ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক- নাজমুল হক মাহবুব, সহ সভাপতি- ফয়জুর মিয়া, সহ সাধারণ সম্পাদক- আব্দুন নুর হারুন, কোষাধ্যক্ষ- আব্দুল হান্নান দুখু, সাংগঠনিক সম্পাদক- আবু তৈয়ব মো. তালহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, দপ্তর সম্পাদক- আব্দুল হামিদ, প্রচার সম্পাদক- আব্দুল হাকিম, ক্রীড়া সম্পাদক- কিবরিয়া আহমেদ শাহিদ, সমাজকল্যাণ সম্পাদক- আক্তারুজ্জামান শাহীন মালিক, মহিলা বিষয়ক সম্পাদিকা- নাজমা আহমেদ, কার্যকরী সদস্য- মো. খলকুর রহমান, জামাল হোসেন, মো. রাজ্জাক মুন্না, নুর উদ্দিন, ফখরুল হক, হোসেন আহমদ ও মো. আবু তাহের।
উল্লেখ্য, বিয়ানীবাজার সমিতির ইতিহাসে এবারই সর্বোচ্চ পাঁচ হাজারেরও বেশি ভোটার নিয়ে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের অন্যতম বৃহৎ ও পুরনো আঞ্চলিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র নির্বাচন।