বৃহত্তর নোয়াখালী সোসাইটি নির্বাচন-২০২৫
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটি : জাহিদ মিন্টু সভাপতি মাইন উদ্দীন পিন্টু সম্পাদক

- প্রকাশের সময় : ০১:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশের নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র নির্বাচনে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু সভাপতি ও এএসএম মাঈন উদ্দীন পিন্টু সহ কার্যকরী কমিটির ১৭জন কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচত হয়েছেন। আগামী ২৬ অক্টোবর, রোববার এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু নির্বাচনে চুড়ান্ত পর্যায়ে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন বেসরকারীভাবে তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন। খবর ইউএনএ’র।
জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ছিলো বৃহত্তর নোয়াখালী সোসাইটি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ, ২৩ সেপ্টেম্বর ছিলো মনোনয়নপত্র দাখিল এবং ২৪ সেপ্টেম্বর ছিলো মনোনয়নপত্র বাছাই আর ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৬ সেপ্টেম্বর ছিলো প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল জানান, সোসাইটির নির্বাচন ঘিরে মনোনয়নপত্র দাখিলের দিন শুধুমাত্র সভাপতি পদে দুজনের মনোনয়নপত্র আর অন্যান্য পদে একটি করে মনোনয়নপত্র দাখিল করা হয়। সভাপতি পদে জাহিদ মিন্টু ও আওলাদ হোসেন নামের একজন সদস্যও মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তীতে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন আওলাদ হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে সংগঠনের কার্যকরী পরিষদের ১৭টি পদের সকল প্রার্থীকে ২৬ সেপ্টেম্বর বেসরকারীভাবে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করা হয়।
সংগঠনের ৫ সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ ফারুক আহমেদ, এ কে এম ইব্রাহীম চৌধুরী ও মোহাম্মদ মোস্তাক হোসেন মোশারফ।
বৃহত্তর নোয়াখালী সোসাইটি সোসাইটির নির্বাচনে বিজয়ী কর্মকর্তারা হলেন: সভাপতি- জাহিদ মিন্টু, সহ সভাপতি- মোহাম্মদ টি মিয়া ও এনামুল হক, সাধারণ সম্পাদক- এএসএম মাঈন উদ্দীন পিন্টু, সহ-সাধারণ সম্পাদক- সালেহ এ চৌধুরী, অর্থ সম্পাদক- নজরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক- জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ নূরুল ইসলাম, প্রচার সম্পাদক- মাহমুদুল হাসান, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক- মুহাম্মদ মঞ্জুরুল করীম, ক্রীড়া-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক- মোহাম্মদ আব্দুর রহমান, দপ্তর সম্পাদক- মোহাম্মদ রেজাউল হক এবং কার্যকরী পরিষদ সদস্য (৫জন)- আনোয়ারুল আজীম, এম হাসানুজ্জামান, এএস মাইন উদ্দীন, মাহমুদুল হক ও ইকবাল হোসাইন।
উল্লেখ্য, নোয়াখারী সোসাইটির গঠনতন্ত্র সংশোধনের কারণে নির্বাচিত কার্যকরী কমিটির মেয়াদকাল তিন বছর বছরের স্থলে চার বছর হবে এবং ২০২৬ সালের ১ জানুয়ারী থেকে এই কমিটির সময়কাল শুরু হবে। যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধ লক্ষ বৃহত্তর নোয়াখালীবাসী বসবাস করলেও সোসাইটির সদস্য রয়েছেন প্রায় ৭ হাজার। এদের মধ্যে এবারের নির্বাচন ঘিরে বকেয়া চাঁদা পরিশোধ করে হালনাগাদ ভোটার হয়েছিলেন ২ হাজার ৪০৬ জন।