বিজ্ঞাপন :
বিএনপি নেতা আব্দুস সালাম আহত
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬
- / ৭৪০ বার পঠিত
নিউইয়র্ক: কেন্দ্রীয় বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক, ঢাকা সিটি’র সাবেক ডেপুটি মেয়র এবং ঢাকা মহানগর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আবদুস সালাম আহত হয়েছেন। পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙ্গে গেছে। বর্তমানে তিনি নিউইয়র্ক সিটির ব্রুকলীন মেথোডিস্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন । ২৬ জুন রোববার রাতে তাঁর পায়ে সার্জারী হয়েছে। আশু সুস্থতায় তিনি সকলের দোয়া কামনা করেছেন।
জানা গেছে, ঘটনারদিন দুপুরে একটি বাসায় বেড়িয়ে ফেরার পথে আকস্মিকভাবে রাস্তায় পড়ে যান এবং তার বা বায়ের হাড় ভেঙ্গে যায়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি এবং পায়ে সার্জারী করা হয়। হাসপাতালে তাকে দেখে এসে যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ এই তথ্য জানান।