বাবু-জসিমের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ
- প্রকাশের সময় : ০৭:৪৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
- / ৬৪৭ বার পঠিত
নিউইয়র্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক আগমনের সময় যুক্তরাষ্ট্র বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমবাবেশ করেছে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু ও সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়ার নেতৃত্বে দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা জেএফকে বিমানবন্দরে এই সমাবেশে অংশ নেন। গত ১৭ সেপ্টেম্বর রোববার বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনালের পার্কিং লটে অনুষ্ঠিত সমাবেশে সরকার বিরোধী নানা শ্লোগানে মুখরিত হয়ে উঠে।
উল্লেখ্য, জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেল ৪টা ২০ মিনিটে জেএফকে বিমানবন্দরে এসে পৌছেন এবং বিশেষ পথে গাড়ী যোগে বিমানবন্দর ত্যাগ করেন।
প্রতিবাদ সমাবেশে শরাফত হোসেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারেকে ‘অনির্বাচিত ও অবৈধ সরকার’ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে পদত্যাগ এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দাবী করেন। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারীর অবৈধ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা গণতন্ত্রের কবর রচনা করে দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছেন। তাই অবৈধ সরকার প্রধানের জাতিসংঘে প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই বলে উল্লেখ করেন।
জসিম ভুইয়া বলেন, শেখ হাসিনা অবৈধ আর অনির্বাচিত প্রধানমন্ত্রী। তাই ‘যেখানে হাসিনা সেখানেই প্রতিবাদ’ কর্মসূচী পালন করা হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিএনপি বিনা চ্যালেঞ্জে শেখ হাসিনাকে ছেড়ে দেবে না। সময় আসছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার ক্ষমতায় আসবে, বাংলাদেশ এগিয়ে যাবে।