বাগ’র উদ্যোগে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ
- প্রকাশের সময় : ০৭:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫
- / ৯৫২ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে আগামী সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে নতুন শিক্ষা বর্ষ। পাবলিক স্কুলোর সামার ভ্যাকেশন শেষ পর্যায়ে। শিক্ষার্থীদের মাঝে চলছে নতুন বছরের নতুন ক্লাশের প্রস্তুতি। বিশেষ করে নতুন শিক্ষা বছর ঘিরে পাবলিক স্কুলগুলোর শিক্ষার্র্থীদের জন্য স্কুল সাপ্লাই ক্রয় শুরু হয়েছে। বাংলাদেশী একাধিক সংগঠন/প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচীর অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশী আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ) বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে স্কুল সাপ্লাই বিতরণ করেছে।
জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) প্রাঙ্গনে গত ২২ আগষ্ট শনিবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাগ-এর স্কুল সাপ্লাই বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশী আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ)-এর প্রধান উপদেষ্টা ডা. এম এম বিল্লাহ, হেলথ ইন্সুরেন্স কোম্পানী ওয়েলকেয়ার-এর সিনিয়র ম্যানেজার ও বাংলাদেশী আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্ট (বাপাফ)-এর সভাপতি সালেহ আহমেদ, বাগ-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল ভূইয়া, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীন বাগ-এর বোর্ড অব ডিরেক্টর ও জুডিশিয়াল ডেলিগেট মোহাম্মদ সেবুল উদ্দিন, বোর্ড অব ডিরেক্টর শাহানা মাসুম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বাগ-এর নির্বাহী পরিচালক জুয়েল ভুইয়া ও পরিচালক দিলরুবা সহ কমিউনিটি নেতৃবৃন্দ চৌধুরী উপস্থিত ছিলেন।
বাগ-এর পক্ষ থেকে জানানো হয় অনুষ্ঠানে আড়াই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে স্কুল সাপ্লাই হিসেবে বই, খাতা, পেন্সিল, ইরেজার প্রভৃতি সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচীর আওতায় চলতি বছর এ পর্যন্ত বাগ-এর পক্ষ থেকে সিটির ছয়টি সেন্টারে এক হাজার ব্যাগ ও স্কুল সরঞ্জামাদি বিতরণ করা হয়। এছাড়া এই সপ্তাহে আরো ৫টি স্থানে স্কুল সাপ্লাই প্রদান করা হবে বলে বাগ-এর কর্মকর্তারা ইউএনএ প্রতিনিধিকে জানিয়েছেন। এর মধ্যে ২৩ আগষ্ট রোববার ব্রুকলীনের বায়তুল মামুর মসজিদে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করা হয়। এছাড়া ২৮ আগষ্ট জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে, ৩০ আগষ্ট এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদে ও ব্রঙ্কসের পার্কচেষ্টার ইসলামিক সেন্টারে এবং ১ সেপ্টেম্বর ব্রুকলীন ইসলামিক সেন্টারে স্কুল সাপ্লাই বিতরণ করা হবে।