বাংলা পত্রিকা ও টাইম টিভি’র বর্ষপূর্তী ২০-২১ সেপ্টেম্বর

- প্রকাশের সময় : ১১:৫৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৭ বার পঠিত
বিশেষ প্রতিনিধি: নিউইয়র্ক থেকে প্রকাশিত উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের মুখপত্র বাংলা পত্রিকা ও টাইম টিভি’র বর্ষপূর্তী অনুষ্ঠান আগামী ২০-২১ সেপ্টেম্বর, শনি ও রোববার এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানরের বলরুমে। চলতি সেপ্টেম্বর মাসে কমিউনিটির অন্যতম পুরনো সাপ্তাহিক বাংলা পত্রিকা প্রকাশনার ২৯ বছর পেরিয়ে ৩০ বছরে এবং টাইম টেলিভিশন ১০ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পণ করছে।
বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনের বর্ষপূর্তীর এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘শোকেসিং দ্যা জেনারেশন ভয়েস অব চেঞ্জ : দ্যা পাওয়ার অব ইয়্যুথ’। দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের কর্মকান্ডের মধ্যে থাকবে বিজনেস শো এন্ড সেমিনার, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যাওয়ার্ড প্রদান ও নৈশ ভোজ। বিজনেস শো-তে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ছাড়াও থাকবে বিশেষ আলোচনা। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান ও রেশমী মির্জা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন।
বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনের বর্ষপূর্তীর মূল অনুষ্ঠানে কী নোট স্পীকার থাকবেন প্রথম বাংলাদেশী-আমেরিকান ও মুসলিম সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ।