নিউইয়র্ক ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ সোসাইটির সভা আজ রোববার :  ট্রাষ্টিবোর্ড গঠন নিয়ে বিভক্ত ইসি!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / ২৪ বার পঠিত

হককথা রিপোর্ট: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘আমব্রেলা সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নতুন ট্রাষ্টি বোর্ড গঠন সংক্রান্ত সভা আজ রোববার (২০) এপ্রিল বিকেল ৫টায় সোসাইটি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এদিকে এই ট্রাষ্টিবোর্ড গঠন নিয়ে বিভক্তি হয়ে পড়েছে কার্যকরী পরিষদ (ইসি)। সংশ্লিস্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সোসাইটি সূত্রে জানা গেছে, সোসাইটির বর্তমান ট্রাষ্টি বোর্ডের মেয়াদ এপ্রিল মাসেই শেষ হয়ে যাবে। ১২ সদস্য বিশিষ্ট ট্রাষ্টি বোর্ডের মেয়াদ দুই বছর। সোসাইটি ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির কর্মকর্তাদের গোপন ভোটে ট্রাষ্টি বোর্ড গঠন হয়ে থাকে। কমিটির কর্মকর্তারা প্রাথমিকভাবে কয়েকজনের নাম বিবেচনায় রাখলেও চুড়ান্ত সিদ্ধান্ত হবে ইসি কমিটির সভায়। তবে কমিউনিটির এক নেতাকে ট্রাষ্টি বোর্ডের সদস্য করা নিয়ে আগেভাগেই বিভক্ত হয়ে পড়েছেন ইসি’র কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে ইসি কমিটির একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, কমিউনিটির ঐ নেতাকে নিয়ে সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক একদিকে আর সিসিনিয়র সহ সভাপতি সহ কয়েকজন বিপরীত অবস্থান নিয়েছেন।
সোসাইটির কার্যকরী কমিটির সভায় ইসি কর্মকর্তারা গোপনে ট্রাষ্টি বোর্ডের পরবর্তী সদস্যদের নাম প্রস্তাব করবেন এবং সংখ্যাগরিষ্ট ১২ জনের নামগুলো নিয়ে ট্রাষ্টি বোর্ড গঠিত হবে। সূত্র জানায়, ইতিমধ্যেই ঢাকা বিভাগ থেকে ৫জন, কুমিল্লা থেকে ৩জন, সিলেট থেকে ৩জনের নাম প্রস্তাবিত নাম ইসি কমিটির কারো কারো আলোচনায় রয়েছে। তবে বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ নাম ট্রাষ্টিবোর্ডের সদস্য হিসেবে বেশী আলোচিত হচ্ছে। এছাড়াও জুনেদ চৌধুরী, মকবুল রহীম চুনই. ডা. এনামু হক, আব্দুর রহীম হওলাদার, ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখের নাম আলোচিত হচ্ছে। সূত্র আরো জানায়, এবার ট্রাষ্টি বোর্ডে নতুন মুখ বেশী প্রধান্য পেতে পারে। পুরনোদের মধ্যেও ২/১জন আসতে পারেন। ট্রাষ্টি বোর্ডের সদস্য হতে অনেকেই সোসাইটির কর্মকর্তাদের সাথে লবিং করছেন বলে জানা গেছে।
এব্যাপারে সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সাতে যোগাযোগ করা হলে তিনি বলেন, সোসাইটির গঠনতন্ত্র মেনে আমরা চেষ্টা করবো সম্মিলিতভাবে ট্রাষ্টিবোর্ড গঠন করার।
উল্লেখ্য, সোসাইটির বিগত নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেল বিপুল ভোটে কার্যকরী পরিষদের ১৯টি পদেই জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করে। গত বছরের ২৭ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেলের বিপরীতে একমাত্র প্রতিদ্ব›িদ্ব ছিলেন ‘রুহুল-জাহিদ’ প্যানেল।

 

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাংলাদেশ সোসাইটির সভা আজ রোববার :  ট্রাষ্টিবোর্ড গঠন নিয়ে বিভক্ত ইসি!

প্রকাশের সময় : ০১:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

হককথা রিপোর্ট: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘আমব্রেলা সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নতুন ট্রাষ্টি বোর্ড গঠন সংক্রান্ত সভা আজ রোববার (২০) এপ্রিল বিকেল ৫টায় সোসাইটি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এদিকে এই ট্রাষ্টিবোর্ড গঠন নিয়ে বিভক্তি হয়ে পড়েছে কার্যকরী পরিষদ (ইসি)। সংশ্লিস্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সোসাইটি সূত্রে জানা গেছে, সোসাইটির বর্তমান ট্রাষ্টি বোর্ডের মেয়াদ এপ্রিল মাসেই শেষ হয়ে যাবে। ১২ সদস্য বিশিষ্ট ট্রাষ্টি বোর্ডের মেয়াদ দুই বছর। সোসাইটি ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির কর্মকর্তাদের গোপন ভোটে ট্রাষ্টি বোর্ড গঠন হয়ে থাকে। কমিটির কর্মকর্তারা প্রাথমিকভাবে কয়েকজনের নাম বিবেচনায় রাখলেও চুড়ান্ত সিদ্ধান্ত হবে ইসি কমিটির সভায়। তবে কমিউনিটির এক নেতাকে ট্রাষ্টি বোর্ডের সদস্য করা নিয়ে আগেভাগেই বিভক্ত হয়ে পড়েছেন ইসি’র কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে ইসি কমিটির একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, কমিউনিটির ঐ নেতাকে নিয়ে সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক একদিকে আর সিসিনিয়র সহ সভাপতি সহ কয়েকজন বিপরীত অবস্থান নিয়েছেন।
সোসাইটির কার্যকরী কমিটির সভায় ইসি কর্মকর্তারা গোপনে ট্রাষ্টি বোর্ডের পরবর্তী সদস্যদের নাম প্রস্তাব করবেন এবং সংখ্যাগরিষ্ট ১২ জনের নামগুলো নিয়ে ট্রাষ্টি বোর্ড গঠিত হবে। সূত্র জানায়, ইতিমধ্যেই ঢাকা বিভাগ থেকে ৫জন, কুমিল্লা থেকে ৩জন, সিলেট থেকে ৩জনের নাম প্রস্তাবিত নাম ইসি কমিটির কারো কারো আলোচনায় রয়েছে। তবে বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ নাম ট্রাষ্টিবোর্ডের সদস্য হিসেবে বেশী আলোচিত হচ্ছে। এছাড়াও জুনেদ চৌধুরী, মকবুল রহীম চুনই. ডা. এনামু হক, আব্দুর রহীম হওলাদার, ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখের নাম আলোচিত হচ্ছে। সূত্র আরো জানায়, এবার ট্রাষ্টি বোর্ডে নতুন মুখ বেশী প্রধান্য পেতে পারে। পুরনোদের মধ্যেও ২/১জন আসতে পারেন। ট্রাষ্টি বোর্ডের সদস্য হতে অনেকেই সোসাইটির কর্মকর্তাদের সাথে লবিং করছেন বলে জানা গেছে।
এব্যাপারে সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সাতে যোগাযোগ করা হলে তিনি বলেন, সোসাইটির গঠনতন্ত্র মেনে আমরা চেষ্টা করবো সম্মিলিতভাবে ট্রাষ্টিবোর্ড গঠন করার।
উল্লেখ্য, সোসাইটির বিগত নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেল বিপুল ভোটে কার্যকরী পরিষদের ১৯টি পদেই জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করে। গত বছরের ২৭ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেলের বিপরীতে একমাত্র প্রতিদ্ব›িদ্ব ছিলেন ‘রুহুল-জাহিদ’ প্যানেল।