বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- প্রকাশের সময় : ১১:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬
- / ৭২২ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘মাদার সংগঠন’ হিসেবে স্বীকৃত বাংলাদেশ সোসাইটি ইনক’র নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সিটির এলমহার্স্টস্থ সোসাইটির নিজস্ব কার্যালয়ে ২৭ মার্চ রোববার অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী কমিটির সদস্যের ভোটাভুটির মাধ্যমে এ নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে সৈয়দ টিপু সুলতানকে প্রধান নির্বাচন কমিশনার এবং আবদুল হাকিম মিয়া, ইউনূস সরকার, আনোয়ার হোসেন এবং জামান তপনকে সহকারি নির্বাচন কমিশনার নির্বাচিত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবদুর রহীম হাওলাদার।
সংশিষ্ট সূত্রে জানা গেছে, সোসাইটির সভায় কার্যকরী পরিষদের ১৯ সদস্যের সবাই ভোটে অংশ গ্রহণ করেন এবং তারা তাদের মতামত দেন। পরে ভোটে এ নির্বাচন কমিশন গঠন করা হয়। উল্লেখ্য, সৈয়দ টিপু সুলতান বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং ইতিপূর্বে তিনি একাধিকবার সোসাইটির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন।