বাংলাদেশ সোসাইটির নতুন ট্রাস্টি বোর্ড গঠন

- প্রকাশের সময় : ০৪:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
- / ৯৪৫ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক’র নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারী রোববার অনুষ্ঠিত সোসাইটির মাসিক সভায় সর্বসম্মতভাবে ১২ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। ট্রাস্টি বোর্ডের পরবর্তী সভায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচন করা হবে। সোসাইটি মনোনীত ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন: যথাক্রমে এম. আজিজ. ডা. মইনুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, কাজী আজহারুল হক মিলন, আলী ইমাম শিকদার, মফিজুর রহমান, শরাফ সরকার, আজিমুর রহমান বোরহান, ওয়াসি চৌধুরী, এমদাদুল হক কামাল, আব্দুল হাশিম হাসনু এবং মোস্তফা কামাল পাশা বাবুল। সভায় উপস্থিত সকলে হাত তুলে ট্রাষ্টি বোর্ডের সদস্যদের প্রতি সমর্থন জানান।
জানা গেছে, তিন বছর মেয়াদী ট্রাষ্টি বোর্ডের নতুন সদস্যদের মধ্যে ৮ জনই নতুন মুখ। নতুন ট্রাষ্টিবোর্ডের পুরনো সদস্যরা হলেন সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাষ্টি বোর্ডের বিদায়ী চেয়ারম্যান ডা. মিয়া, বোর্ডের বিদায়ী সদস্য এম. আজিজ, অ্যাডভোকেট জনি ও সাবেক সদস্য আলী ইমাম শিকদার। ট্রাষ্টি বোর্ডের নতুন সদস্যদের মধ্যে কাজী মিলন ও ওয়াসি চৌধুরী সোসাইটির সাবেক সহ সভাপতি, মফিজুর রহমান বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ও সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার, শরাফ সরকার জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি ও উপদেষ্টা, আজিজুর রহমান বুরহান বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ও সিলেট গণদাবী পরিষদ ইউএসএ’র সভাপতি, এমদাদুল হক কামাল বৃহত্তর কুমিল্লা সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি, আব্দুল হাসেম হাসনু বাংলাদেশী-আমেরিকান কালচারার এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি ও ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন ইউএসএ’র সাবেক সভাপতি এবং মোস্তফা কামাল পাশা বাবুল বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক।
সোসাইটি সূত্রে জানা গেছে, ট্রাষ্টি বোর্ডের পরবর্তী সভায় বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হবে। সেক্ষেত্রে সোসাইটির দুইবারের সাবেক সভাপতি এম. আজিজ নতুন চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গুঞ্জন রয়েছে।
সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমীন সিদ্দিকীর সঞ্চালনায় মাসিক সভায় সোসাইটির কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, সহ-সাধারণ সম্পাদক এম. কে. জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবিব, কার্যকরী পরিষদের সদস্য ফারহানা চৌধুরী, মঈনুল উদ্দিন মাহবুব, আজাদ বাকির, সাদী মিন্টু, আবুল কাশেম চৌধুরী ও সরোয়ার খান বাবু উপস্থিত ছিলেন।
সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফলভাবে পালন করায় ‘একুশ পালন কমিটি’ ও সোসাইটির সকল সদস্যসহ প্রবাসীদের ধন্যবাদ জানানো হয়। এছাড়া আগামী ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী ২৬ মার্চ রোববার এ উপলক্ষে ব্রুকলীনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরবর্তীতে অনুষ্ঠানস্থলের নাম জানানো হবে।
মহান স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হয়েছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া এবং সদস্য সচিব হয়েছেন স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবিব। এছাড়া সমন্বয়কারী হয়েছেন কার্যকরী সদস্য মঈনুল উদ্দিন মাহবুব। কার্যকরী কমিটির সকল সদস্য কমিটির সদস্য থাকবেন।
এদিকে মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানটি জাকজমকভাবে আয়োজনে কার্যকরী সদস্য আজাদ বাকির ও ফারহানা চৌধুরীর সমন্বয়ে একটি সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়।